চকলেট ব্যানানা বাইট (chocholate banana bites recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#cookpadturn4
কলা দিয়ে তৈরি একটি খুব হেল্দি ও টেস্টি বাইট । বাচ্চারা কলা খেতে চায় না কিন্তু এই ভাবে তৈরি করলে বাচ্চারা মজা করে খাবে।

চকলেট ব্যানানা বাইট (chocholate banana bites recipe in bengali)

#cookpadturn4
কলা দিয়ে তৈরি একটি খুব হেল্দি ও টেস্টি বাইট । বাচ্চারা কলা খেতে চায় না কিন্তু এই ভাবে তৈরি করলে বাচ্চারা মজা করে খাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টা পাকা কলা
  2. ১/৪ কাপ খেজুর
  3. ৫-৬ টা অন্জির
  4. ১/৪ কাপ নারকোল চুরা
  5. ২-৩ টেবিল চামচ ভাজা টুকরো বাদাম
  6. ১ টেবিল চামচ কোকো পাউডার
  7. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে খেজুর ও অন্জির গুলো ১/২ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তারপর সব সামগ্রী গুলো একজায়গায় করে । এবার মিক্সিং জারে খেজুর, অন্জির ছোট ছোট করে কেটে দিতে হবে।

  2. 2

    তারপর ওর মধ্যে কলা টুকরো করে কেটে ও কোকোআ পাউডার দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে ।

  3. 3

    তারপর একটা বাউলে ঢেলে দিয়ে ওর মধ্যে নারকোল চুরা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর ছোট চামচের এক চামচ নিয়ে হাত দিয়ে গোল গোল লাড্ডু তৈরি করে নিতে হবে ।

  4. 4

    তারপর একটা প্লেটে টুকরো চিনা বাদাম ঢেলে দিয়ে একটা একটা করে লাড্ডু তে মাখিয়ে নিতে হবে। সব গুলো একি ভাবে তৈরি করে নিতে হবে।

  5. 5

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন। এটা একটা এয়ার টাইট ডিব্বা তে করে ফ্রিজে ১০-১৫ দিন এর জন্য স্টোর করে রাখা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes