পেরি পেরি পাকোড়া(peri peri pakora recipe in bengali)

Lipy Ismail
Lipy Ismail @lipy_19
Dhaka

পেরি পেরি পাকোড়া(peri peri pakora recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
৫ জন
  1. 3স্লাইসপাউরুটি (সাইডগুলো কেটে নেয়া)
  2. 2 কাপসেদ্ধ আলু
  3. 1 চা চামচজিরা
  4. 1টেবিল চামচ তেল
  5. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  6. 2-3 টিকাঁচামরিচ কুচি
  7. 1 চা চামচলেবুর রস
  8. 1 চা চামচধনেপাতা কুচি
  9. স্বাদমতোলবণ
  10. 1 কাপতেল ভাজার জন্য
  11. পেরি পেরি মসলার জন্য:
  12. 2টেবিল চামচ লাল মরিচ গুঁড়া
  13. 1 চা চামচবিট লবণ
  14. 1/4 চা চামচদারুচিনি গুড়া
  15. 1 চা চামচআদা গুড়া
  16. 1 চা চামচরসুন গুড়া
  17. 1 চা চামচঅরিগ‍্যানো
  18. 1 চা চামচমিহি চিনি
  19. 1 চা চামচলবণ
  20. ব‍্যাটারের জন্য:
  21. 2 কাপবেসন
  22. 1 চা চামচজোয়ান
  23. স্বাদমতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে পেরি পেরি মসলার সব উপাদান গুলো একটি বোয়ামে বা পাত্রে নিয়ে ঢাকনা লাগিয়ে ভালো করে মিলিয়ে পেরি পেরি মসলা তৈরি করে নিন।

  2. 2

    এবার আলুগুলো সেদ্ধ করে নিন। অন‍্য একটি পাত্রে তেল গরম করে, এতে জিরা, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, লবণ দিয়ে কিছুক্ষণ মিলিয়ে এতে সেদ্ধ করে আলুগুলো দিন। এরপর এতে ৩ টেবিল চামচ পেরি পেরি মসলা দিয়ে ভালো করে মিলিয়ে নিন।

  3. 3

    এরপর এতে লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে আলুর মিশ্রণটি নামিয়ে নিন।

  4. 4

    এবার ছবিতে দেখানো উপায়ে পাউরুটি গুলো ছোট করে চারকোনা করে কেটে স‍্যান্ডুইচ এর মতো উপরে নিচে পাউরুটির পিস গুলো দিয়ে ভেতরে আলুর মিশ্রণের পুরটি দিন। আমি একটি পাউরুটি 4 ভাগ করে ছোট করে কেটে নিয়েছি।

  5. 5

    এবার ব‍্যাটারের জন্য বেসন, জোয়ান, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে মশৃণ ও সেমি থিক ব‍্যাটার তৈরি করে নিন।

  6. 6

    এবার কড়াইয়ে তেল গরম করে প্রথমে পাউরুটির পাকোড়া গুলো ব‍্যাটারে ডুবিয়ে তেলে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে তুলুন এবং কিচেন টিস্যুতে রাখুন যেন অতিরিক্ত তেল বেড়িয়ে যায়।

  7. 7

    ব‍্যস মজাদার পেরি পেরি পাকোড়া পরিবেশনের জন্য তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lipy Ismail
Lipy Ismail @lipy_19
Dhaka
Cooking is not only my passion, it's my obsession! A home cook, a house wife, a mother & a food lover, who loves to cook, click & eat food!
আরও পড়ুন

Similar Recipes