পেরি পেরি ফ্রায়েড রাইস (Peri Peri Fried Rice recipe in Bengali)

Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia

পেরি পেরি ফ্রায়েড রাইস (Peri Peri Fried Rice recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জন
  1. পেরি পেরি সসের জন্য:-
  2. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  3. ৪ চা চামচ রসুন
  4. ২ ইঞ্চি মাপের আদা ১টি
  5. ৩-৪ টি পাকা লঙ্কা
  6. ৩-৪ টি শুকনো লঙ্কা
  7. ২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  8. ১/২ কাপ ধনেপাতা কুচি
  9. স্বাদমতোনুন চিনি
  10. ১ চা চামচ ওরিগ্যানো
  11. ২ চা চামচ পাতিলেবুর রস
  12. প্রয়োজন মতসাদা তেল
  13. ২-৩ টি তেজপাতা
  14. ফ্রায়েড রাইসের জন্য:-
  15. ৫০০ গ্রাম বাসমতী চাল
  16. ১ কাপ গাজর কুচি
  17. ২ কাপ স্প্রিং অনিয়ন

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি মিক্সিং বোলে পেঁয়াজ কুচি রসুন আদা তেজপাতা পাকা লঙ্কা শুকনো লঙ্কা নুন চিনি স্বাদমতো ওরিগ্যানো ১/২ কাপ সাদা তেল পাতিলেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।।।।

  2. 2

    এবার মিক্সিতে দিয়ে ভালো করে পেষ্ট করে নিতে হবে।।।।

  3. 3

    হাঁড়িতে পরিমাণ মতো জল ২ চা চামচ নুন ও ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে ৯০ % ভাত সেদ্ধ করে নিতে হবে।।।।ভাত হয়ে গেলে থালাতে ঢেলে ঠান্ডা করে নিতে হবে।।।।

  4. 4

    এবার কড়াইতে ১ টেবিল চামচ সাদা তেল গরম করে গাজর দিয়ে ভেজে নিয়ে সামান্য জল ছিটিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে।।।। গাজর সেদ্ধ হয়ে এলে ও জল শুকিয়ে এলে পাত্রে ঢেলে রাখতে হবে।।।।

  5. 5

    এবার কড়াইতে ১ কাপ সাদা তেল গরম করে পেরি পেরি সস ও গাজর দিয়ে পরিমাণ মতো নুন চিনি দিয়ে নাড়াচাড়া করে স্পিরিং অনিয়ন দিয়ে অল্প অল্প করে ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।।।

  6. 6

    সব ভাতটা ভালো করে মিশে গেলে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যাডিং টাইমে রাখতে হবে।।।।

  7. 7

    কিছুক্ষণ পর গরম গরম পরিবেশন করুন পেরি পেরি ফ্রায়েড রাইস।।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia
I Love Cooking....& I Love Eating....
আরও পড়ুন

Similar Recipes