মেথি শাকের পরোটা (Methi Shaker Paratha recipe in bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

# উত্তর বাংলার রান্নাঘর
#শাক ~ ১ম সপ্তাহ
এই রেসিপি থেকে আমি মেথি শাক নিয়ে আটা ও কিছু উপাদান দিয়ে জলখাবারের জন্য পরোটা বানিয়েছি ।শীতকালে প্রচুর মেথিশাক পাওয়া যায় | আমাদের শরীরের পুষ্টির জন্য শাক খুব উপকারী ।মেথি শাকের পুষ্টিগুন অনেকখানি | কোলেস্টরল , উচ্চ রক্তচাপ ,ওসুগারে মেথিশাক খুব উপকারী | এটি একটু তিতো স্বাদের বলে বাচ্চারা খেতে চাইনা , কিন্তু এভাবে রান্না করলে বাচ্চারাও খেয়ে নেবে | তেঁতো ও লাগে না |

মেথি শাকের পরোটা (Methi Shaker Paratha recipe in bengali)

# উত্তর বাংলার রান্নাঘর
#শাক ~ ১ম সপ্তাহ
এই রেসিপি থেকে আমি মেথি শাক নিয়ে আটা ও কিছু উপাদান দিয়ে জলখাবারের জন্য পরোটা বানিয়েছি ।শীতকালে প্রচুর মেথিশাক পাওয়া যায় | আমাদের শরীরের পুষ্টির জন্য শাক খুব উপকারী ।মেথি শাকের পুষ্টিগুন অনেকখানি | কোলেস্টরল , উচ্চ রক্তচাপ ,ওসুগারে মেথিশাক খুব উপকারী | এটি একটু তিতো স্বাদের বলে বাচ্চারা খেতে চাইনা , কিন্তু এভাবে রান্না করলে বাচ্চারাও খেয়ে নেবে | তেঁতো ও লাগে না |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩o_৩৫ মিনিট
৪ জন
  1. ১আঁটি মেথি শাক
  2. ২ কাপ আটা
  3. ২ চা চামচ নুন
  4. ১চিমটি চিনি
  5. ২ চা চামচ জোয়ান
  6. ২চা চামচ কালো জিরা
  7. ১টি পেঁয়াজ কুচি
  8. ২-৩ টি কাঁচালংকা কুচি
  9. ২ চা চামচ আদা বাঁটা
  10. ২ চা চামচ রসুন বাঁটা
  11. ১ চা চামচ হিং
  12. ২ চা চামচ সাদা তেল
  13. প্রয়োজন মতভাজার জন্য তেল/ঘি
  14. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

৩o_৩৫ মিনিট
  1. 1

    প্রথমে মেথিশাক ধুয়ে জল ঝরিয়ে ডাঁটা বাদ দিয়ে কুচি করে কেটে নিতে হবে |আটা নুন জুয়ান মিশিয়ে, তেল দিয়ে ময়ান দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে |

  2. 2

    এরপর মেথি শাক,পেঁয়াজ, লংকা আদা রসুন বাটা দিয়ে আটাটা ভাল মত মেখে নিতে হবে |শাক ও পেঁয়াজ রসুনের জলেই আটাটা মাখা হবে | দরকার হলে সামান্য জল মেশাতে হবে | এবার আটাটা ১০ মিনিট ঢেকে রাখতে হবে |

  3. 3

    এরপর আটাটা আর একটু মেখে সমপরিমানে ৬টা লেচি বানিয়ে নিতে হবে | এরপর সেটা থেকে ১টা করে লেচি নিয়ে আটা দিয়ে রুটির মত বেলে নিতে হবে |

  4. 4

    এবার সেই রুটি গরম চাটুতে দিয়ে দুটো করে ভাল মত সেঁকে নিয়ে সামান্য তেল ব্রাশ করে পরোটার মত ভেজে নিতে হবে ৷

  5. 5

    তারপর সব পরোটাগুলি ভাজা হয়ে গেলে ধনেপাতার চাটনী বা সস দিয়ে পরিবেশন করতে হবে |আমি আলুর তরকারি ও ধনেপাতার চাটনী দিয়ে জলখাবারে এই মেথিশাকের পরোটা পরিবেশন করেছি | খেতেও বেশ সুস্বাদু হয়েছে| বন্ধুরা তোমরাও করে দেখো, শীতের সকালে জলখাবার বেশ জমে যাবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি (15)

Similar Recipes