পেরি পেরি এগ গ্রেভি এন্ড পেরি পেরি পুল আউট ব্রেড (peri peri egg gravy and pull out bread recipe)

Srabani Roy
Srabani Roy @srabani1829
Kolkata

#GA4
#week16

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি পেরি পেরি শব্দ বেঁচে নিয়েছি । এটা বিভিন্ন ধরনের গুঁড়ো মশলার সংমিশ্রণে তৈরি।

পেরি পেরি এগ গ্রেভি এন্ড পেরি পেরি পুল আউট ব্রেড (peri peri egg gravy and pull out bread recipe)

#GA4
#week16

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি পেরি পেরি শব্দ বেঁচে নিয়েছি । এটা বিভিন্ন ধরনের গুঁড়ো মশলার সংমিশ্রণে তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
4 জন
  1. 3 টে মাঝারি পেঁয়াজ কুচি
  2. 1 টাবড় ক্যাপ্সিকাম কুচি
  3. 100 গ্রামচীজ
  4. 4 টেডিম
  5. 4 টেপাও
  6. 50 গ্রামপনির
  7. 50 গ্রামবাটার
  8. 2টেবিল চামচ সাদা তেল
  9. 4টেবিল চামচ পেরি পেরি মসলা
  10. 1/2 কাপধনেপাতা কুচি
  11. 1 চা চামচরসুন কুচি
  12. 2 চা চামচকর্ণ
  13. 2 চা চামচটমেটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    একটা বাটিতে শুকনো লঙ্কা গুঁড়ো,অরিগানো, বিট নুন,রসুন গুঁড়ো,আদা গুঁড়ো, চিনির গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি পেরি পেরি মশলা

  2. 2

    প্যানে বাটার ও সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি,ক্যাপ্সিকাম কুচি,টমেটো কুচি ভালো করে ভেজে ওতে পেরি পেরি মশলা দিয়ে ভালো করে কষতে দিতে হবে

  3. 3

    মশলা ভালো করে কষে তেল ছাড়তে শুরু করলে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে ওতে ডিম একটা একটা করে ভেঙে ভালো করে দিতে হবে যাতে কুসুম ডিমের সাদা অংশ মিশে না যায় এরপর ওতে উপর দিয়ে ডিম গুলোর উপর অল্প নুন ও চিজ গ্রেট করে দিতে ঢেকে দিতে হবে 10 মিনিট ।।ডিম ভালো করে সেদ্ধ হলেই তৈরি পেরি পেরি এগ গ্রেভি

  4. 4

    অন্যদিকে একটা বাটিতে পনির কুচি,ক্যাপ্সিকাম কুচি,পেঁয়াজ কুচি,কর্ণ,নুন,চিজ,পেরি পেরি মশলা ও ধনেপাতা কুচি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে।

  5. 5

    এরপর পাউ গুলো কে আড়াআড়ি ভাবে এমন ভাবে কেটে নিতে হবে যাতে নিচ অব্দি কেটে না যায় পাউটা জুড়েই থাকে।কাটা অংশ গুলোতে তৈরি মিশ্রণটা ভালো করে ভরে দিতে হবে ও উপর থেকে বাটার ব্রাশ করে মাইক্রোওয়েভ এ 170℃ এ 5 মিনিট বেক করে নিলেই তৈরী পেরি পেরি পুল আউট ব্রেড

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srabani Roy
Srabani Roy @srabani1829
Kolkata
I am a part time home chef. I thought for cooking the secret ingredients is always Love
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes