ভেজিটেবিল স্যান্ডউইচ (Vegetable Sandwich recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#wd
এই রেসিপি টা আমি আমার মায়ের (আরতি গোস্বামী) নাম করে বানিয়েছি।

ভেজিটেবিল স্যান্ডউইচ (Vegetable Sandwich recipe in Bengali)

#wd
এই রেসিপি টা আমি আমার মায়ের (আরতি গোস্বামী) নাম করে বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 জন
  1. 4 টেপাউরুটির স্লাইজ
  2. 2টেবিল চামচ টমেটো সস্
  3. 2টেবিল চামচ মেয়োনিজ
  4. 1 টাছোট আলু
  5. 1/2 কাপকুচানো বাঁধাকপি
  6. 1/2 কাপগাজর কুচি
  7. 1/2 কাপফুলকপির ফুল
  8. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  9. 1/4 চা চামচহলুদ গুরো
  10. 3 চা চামচবাটার
  11. স্বাদ মতোনুন ও চিনি
  12. পরিমাণ মতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    সব সব্জি গুলো ভালো করে ধুয়ে কুচি করে কেটে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে কাঁচালঙ্কা চেরা দিয়ে নাড়াচাড়া করে সব সব্জি গুলো দিয়ে হলুদ, নুন ও চিনি দিয়ে ভালো করে নেড়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য।

  3. 3

    5 মিনিট পর ঢাকা সরিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকা দিতে হবে। এইভাবে একটু পরে পরে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করতে করতে সব্জি গুলো সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    একটা বাটিতে এই সব্জি নিয়ে চামচের সাহায্যে সব্জি গুলো একটু ম্যাশ করে নিয়ে তার মধ্যে টমেটো সস্ ও মেয়োনিজ ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এখন পাউরুটির একটা স্লাইজের মধ্যে এই সব্জির মিশ্রণ রেখে অন্য একটা স্লাইজ দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবে দুটো স্যান্ডউইচ বানিয়ে রাখতে হবে। প্রতিটা স্যান্ডউইচ এর ওপরে ও নীচে বাটার লাগিয়ে রাখতে হবে।

  6. 6

    গ্যাসে একটা প্যান বসিয়ে গরম হলে একটা একটা করে দুটো স্যান্ডউইচ এর দু দিক টোস্ট করে নিতে হবে।

  7. 7

    বাচ্চা-বড়ো সবারই খেতে খুব ভালো লাগে এই হেল্দি অ্যান্ড টেস্টি ভেজিটেবিল স্যান্ডউইচ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes