ক্রীমি ক্যাপ্সিকাম পনির (Creamy Capsicum paneer recipe in bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

#wd

ক্রীমি ক্যাপ্সিকাম পনির (Creamy Capsicum paneer recipe in bengali)

#wd

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
  1. 1 টাক্যাপ্সিকাম
  2. 1 টারেড বেল পেপার
  3. 1 টাহলুদ বেল পেপার
  4. 1 টাটমেটো
  5. 2 টোপেঁয়াজ
  6. 6-7 টারসুনের কোয়া
  7. 1 ইঞ্চি"আদা
  8. 1 কাপকাজু (চায়ের কাপ এ)
  9. 1 কাপক্রীম (চায়ের কাপ এ)
  10. 200 গ্রামপনির
  11. স্বাদ মতনুন
  12. 1 চা চামচচিনি
  13. প্রয়োজন মত সাদা তেল
  14. প্রয়োজন মত জল
  15. 1 চা চামচহলুদ
  16. 3-4 টেলং
  17. 3-4 টেএলাচ
  18. 1 টুকরোদারচিনি
  19. 2 টোতেসপাতা
  20. 1/2 চা চামচগোটা জিরে
  21. 1 চা চামচধনে গুঁড়ো
  22. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  23. 1 চা চামচঘি
  24. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে 1 টা পেঁয়াজ কুচি করে ও টমেটো টুকরো কেটে নিতে হবে আদা টা খুসা ছড়িয়ে ধুয়ে পাতলা করে কেটে নিতে হবে তারপর গ্যাস এ কড়াই বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে গোটা জিরে,এলাচ,দারচিনি,লং পেঁয়াজ কুচি,টমেটো টুকরো, আদা,রসুনের কোয়া ও কাজু গুলি দিয়ে সমান্য নুন দিয়ে আচ কমিয়ে ঢাকা দিতে পেঁয়াজ আদা টমেটো নরম হওয়া পর্যন্ত ভেজে ঠান্ডা করে মিক্সচার এ পেস্ট বানিয়ে নিতে হবে।

  2. 2

    3 ধরণের ক্যাপ্সিকাম ও 1 টা পেঁয়াজ ডোমো করে কেটে নিতে হবে। পনির এ নুন,হলুদ ও 1 চিমটি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখতে হবে।এবার গ্যাস এ কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে পনির গুলি হালকা ভেজে নামিয়ে নুন দেওয়া গরম জল ছেঁড়ে দিতে হবে।

  3. 3

    তারপর কড়াই এ আর ও একটু তেল দিয়ে পেঁয়াজ ও 3 ধরণের ক্যাপ্সিকাম দিয়ে এক চিমটি নুন দিয়ে হালকা সতে করে নামিয়ে নিতে হবে এবার কড়াই তে আর ও একটু তেল দিয়ে তেসপাতা পোড়ন দিয়ে পেস্ট করা মসলা,নুন,চিনি,ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে মিডিয়াম আচে মশলা থেকে তেল ছেঁড়ে আশা পর্যন্ত কষাতে হবে তারপর গরম জল দিতে হবে ফুটে ফুঠলে পনির ও পনির ভেজানো জল সহ দিয়ে গরম মসলা ও ক্রীম দিয়ে নেড়ে নামিয়ে ঢাকা দিয়ে কিছুখন স্টেণ্ডিং টাইম দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes