চিকেন বাটার মশালা(Chicken Butter Masala recipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107

#Jamai2021
দুপুরে নির্ভেজাল বাঙালী ভূড়ি ভোজের আয়োজনের পর রাতে যদি থাকে নর্থ ইন্ডিয়ান ডিশ...তাহলে মন্দ হয় না বল? .

চিকেন বাটার মশালা(Chicken Butter Masala recipe in Bengali)

#Jamai2021
দুপুরে নির্ভেজাল বাঙালী ভূড়ি ভোজের আয়োজনের পর রাতে যদি থাকে নর্থ ইন্ডিয়ান ডিশ...তাহলে মন্দ হয় না বল? .

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০গ্রাম হাড় ছাড়া চিকেন
  2. ২-৩ টি টমেটো
  3. ১৮ টা কাজুবাদাম
  4. ৩ টেকাঁচালঙ্কা
  5. ৩-৪ টেবিল চামচ লেবুর রস
  6. ১/৪ চা চামচ নুন
  7. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. ১/২কাপ জল ঝড়ানো দই
  9. ১/২+১ চা চামচ কসুরি মেথি
  10. ১/৪ চা চামচ হলুদ
  11. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  12. ৩-৪টেবিল চামচ তেল
  13. ৩/৪ +৩/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. ২ -৩ টেবিল চামচ মাখন
  15. ২ টোছোট এলাচ
  16. ২ টো লবঙ্গ
  17. ১ টা২"দারচিনি
  18. ১ চা চামচ আদা রসুন বাটা
  19. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  20. স্বাদ মতনুন,মিষ্টি
  21. ৪ টেবিল চামচ ক্রিম
  22. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন ছোট টুকরো করে কেটে নেব।এবার এতে লেবুর রস,নুন,লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে ফ্রিজে রেখে দেব ১/২ ঘন্টা।

  2. 2

    এবার ওই চিকেনের সাথে জল ঝড়ানো দই,গরম মশলা,হলুদ,১/২চা চামচ কসুরী মেথি,১টেবিল চামচ আদা রসুন বাটা, তেল ও গরম মশলা মিশিয়ে আবার ও ফ্রিজে রেখে দিয়েছি ৮ ঘন্টার জন্য।বেশী সময় রাখলে চিকেন আর ও নরম ও টেস্টি হবে।

  3. 3

    এবার প্যন গরম করে ১টেবিল চামচ বাটার দিয়ে হাই ফ্লেমে ম্যরিনেটেড চিকেন ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    ব্লেন্ডারে টম্যাটো ও কাজু দিয়ে স্মুদ পেস্ট করতে হবে।এবার প্যনে বাকি মাখন দিয়ে গোটা গরম মশলা ফোড়ণ দিয়ে আদা রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে ভাজতে হবে।সুগন্ধ বেরলে টম্যাটো কাজু পেস্ট ও চিনি দিয়ে কষতে হবে।এই সময় ১চা চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে।এবার এক কাপ গরম জল দেব।স্বাদমত নুন।ফুটে উঠলে চিকেন পিস দিয়ে ঢেকে দেব ৫ মিনিটের জন্য।

  5. 5

    ফ্লেম লো থাকবে।এবার ঢাকনা খুলে কসুরি মেথি,গরম মশলা মিশিয়ে আর মিনিট দুই রান্না করব।ক্রিম টা এই সময় দিয়ে ভাল করে মিশিয়ে দিতে হবে।নামিয়ে ধনেপাতা কুচি ও ক্রিম ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anushree Das Biswas

Similar Recipes