ফ্রায়েড চিকেন (Fried Chicken recipe in bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#পূজা2020
পুজা মানেই উৎসব খাওয়া দাওয়া | আমি পুজা উপলক্ষে এখানে চিকেনের একটা স্ন্যাক্স বানিয়েছি | বিকেলে চায়ের সাথে এটি বেশ জমে যাবে |

ফ্রায়েড চিকেন (Fried Chicken recipe in bengali)

#পূজা2020
পুজা মানেই উৎসব খাওয়া দাওয়া | আমি পুজা উপলক্ষে এখানে চিকেনের একটা স্ন্যাক্স বানিয়েছি | বিকেলে চায়ের সাথে এটি বেশ জমে যাবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ১০ মি:
২জন
  1. ২ টি চিকেন লেগপিস
  2. ১/২ কাপ দুধ
  3. ২ চা চামচ লেবুর রস / ভিনিগার
  4. ১ চা চামচ রসুন পেস্ট
  5. ১ চা চামচ আদা পেস্ট
  6. ১ চা চামচ লংকা গুঁড়া / প্যাপরিকা
  7. ১/২ চা চামচ ধনে গুঁড়া
  8. ১/২ চা চামচ গোলমরিচ
  9. স্বাদমত নুন
  10. ১ চা চামচ মিক্স হার্বস / তন্দুরী মশলা
  11. ময়দার কোটিং এর জন্য~
  12. ১ কাপ ময়দা
  13. ১ চা চামচ নুন
  14. ১ চা চামচ গোলমরিচ
  15. ১/২ চা চামচ হার্বস
  16. ১ চা চামচ ওটস
  17. ১ চা চামচ লংকা
  18. প্রয়োজন অনুযায়ী ভাজার জন্য রিফাইন্ড তেল
  19. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ১০ মি:
  1. 1

    প্রথমে ১/২ কাপ দুধে লেবুর রস মিশিয়ে বাটার মিল্ক বানাতে হবে ।

  2. 2

    চিকেন ধুয়ে লেগ পিস দুটো তেরছা করে চিরে নিতে হবে | এবার তাতে রসুন আদালংকা নুন ধনে গোলমরিচ ও হার্বস মিশিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে সেটা বাটার মিল্কে ডুবিয়ে ৪ঘন্টা ম্যারিনেট করতে হবে ।

  3. 3

    এরপর ১ কাপ ময়দা নিয়ে তাতে নুন গোলমরিচ লংকা হার্বস,ওটস মিশিয়ে রাখতে হবে I

  4. 4

    এরপর ৪ ঘন্টা হলে ঐ ম্যারিনেট চিকেন ময়দার কোটিং মশলাতে কোট করে,ঝাঁকিয়ে নিয়ে ১বাটি জলে ডুবিয়ে উঠিয়ে সাথে সাথে আবার ময়দার মশলায় গড়িয়ে ২/৩ বার কোট করে তারপর সেগুলি প্যানে তেল গরম করে দুপিঠ মচমচে করে ভেজে তুলতে হবে | একটা প্লেটে কিচেন টিসু পেপার দিয়ে সেগুলির তেল শোক করে নিতে হবে | পুজোর দিনে বিকালে চায়ের সঙ্গে স্ন্যাকস হিসাবে গরম গরম পরিবেশন করতে হবে ৷

  5. 5

    তাহলেবন্ধুরা, বাড়িতেই তৈরী হয়ে গেল পুজোর স্ন্যাক্স ৷অতিথি আপ্যায়নে পুজোর দিনে তোমরা ও আজই বানিয়ে ফেলো ফ্রায়েড চিকেনের এই মজাদার রেসিপিটি |সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes