#GA4#week 13 চিলি চিকেন রোজ তন্দুরি মোমো

Samjukta Chowdhury
Samjukta Chowdhury @cook_27149321

#GA4#week 13 চিলি চিকেন রোজ তন্দুরি মোমো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 50 গ্রামচিকেন কিমা
  2. 10-12 টিকাঁচালঙ্কা কুচি
  3. 2আঁটি ধনেপাতা কুচি
  4. 2 চা চামচতন্দুরি মসলা
  5. 1 টিমাঝারি পেঁয়াজকুচি
  6. 1 কাপময়দা
  7. স্বাদমতোনুন আর চিনি
  8. পরিমাণমতো সাদাতেল
  9. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  10. 1/2 চা চামচলেবুর রস
  11. 2টেবিল চামচ টমেটো সস
  12. 1 চা চামচরসুনকুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ময়দার মধ্যে নুন ও অল্প তেল দিয়ে শক্ত করে মেখে 15মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে

  2. 2

    এবারে চিকেন কিমার মধ্যে পরিমাণমতো নুন,চিনি,ধনেপাতা কুচি,পেঁয়াজকুচি,লঙ্কাকুচি,গোলমরিচ গুঁড়ো,লেবুর রস,1চা চামচ তন্দুরি মসলা সব দিয়ে মিশিয়ে নিতে হবে

  3. 3

    এবারে ময়দার থেকে রুটির মতো বড় লেচি কেটে বেলে একটা ছোট কোনো ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে

  4. 4

    তারপর সেই ছোট গোল টুকরোগুলো একটা উপর একটু নিচ থেকে একটু জল লাগিয়ে আরেকটা এইভাবে 4টি লুচি একটার উপর আরেকটা করে লাগিয়ে নিতে হবে

  5. 5

    এবারে পুরোটার মাঝে খুব অল্প করে লম্বা করে চিকেনের পুর দিয়ে লম্বা করেই একটু জল লাগিয়ে দুপাশ মুড়ে নিতে হবে

  6. 6

    তারপর একপাশ থেকে আরেকপাশ অবধি হালকা হাতে মুড়ে শেষে একটু জল লাগিয়ে মুখটা চেপে বন্ধ করে গোলাপের আকারে গড়ে নিতে হবে

  7. 7

    এবারে কড়াইতে একটু বেশি পরিমানে তেল গরম করে কম আঁচে গড়ে রাখা গোলাপ গুলো দিয়ে লালচে করে চারপাশটা ভেজে তুলে নিতে হবে

  8. 8

    তারপর ওই তেলেই রসুনকুচি দিয়ে ভেজে তাতে টমেটো সস ও বাকি তন্দুরি মসলা দিয়ে মিশিয়ে ভেজে রাখা মোমোর সাথে টস করে মিশিয়ে ওপর থেকে ধনেপাতাকুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samjukta Chowdhury
Samjukta Chowdhury @cook_27149321

Similar Recipes