তেল ছাড়া চিকেন তন্দুরি

Silpi Mridha
Silpi Mridha @cook_15535009
Behala

# তেল বিহীন রান্না
#বেকিং

তেল ছাড়া চিকেন তন্দুরি

# তেল বিহীন রান্না
#বেকিং

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

পঞ্চাশ মিনিট সময় লাগবে
চার জনের  জন্য
  1. 750 গ্রামচিকেন বড় বড় করে কাটা
  2. 1/2 কাপটক দই
  3. 1চা চামচ লঙ্কা গুঁড়ো
  4. 1টেবিল চামচ কসুরি মেথি
  5. 1টেবিল চামচ নুন
  6. 1টেবিল চামচ আদা বাটা
  7. 1টেবিল চামচ রসুন বাটা
  8. 1টেবিল চামচ হলুদ
  9. 1চা চামচ গরম মসলা
  10. 1/2 টেবিল চামচ তন্দুরি মসলা
  11. 1/2টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  12. 2টেবিল চামচ লেবুর রস
  13. 2 টো পেঁয়াজ গোল গোল রিং করে কাটা

রান্নার নির্দেশ সমূহ

পঞ্চাশ মিনিট সময় লাগবে
  1. 1

    প্রথমে চিকেন পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে

  2. 2

    লেবুর রস গোলমরিচ মাখিয়ে কুড়ি মিনিট রাখতে হবে

  3. 3

    কুড়ি মিনিট বাদে চিকেনের সাথে সমস্ত মশলা মাখিয়ে ওভারনাইট রাখতে হবে ফ্রিজে

  4. 4

    30 থেকে বার করে নাম্বার নরমাল টেম্পারেচার আনতে হবে

  5. 5

    পনেরো মিনিট ওটিজি প্রিন্ট করে নিতে হবে

  6. 6

    চিকেন গুলো সাজিয়ে otg তে কুড়ি মিনিটের জন্য দিতে হবে

  7. 7

    কুড়ি মিনিট বাদে বার করে উল্টে দিতে হবে এইভাবে যতক্ষণ না হয় ততক্ষণ পনেরো মিনিট বাদে বাদে একইভাবে করতে হবে

  8. 8

    নামাবার কিছুক্ষণ আগে গোল গোল রিং করা পেঁয়াজ দিতে হবে

  9. 9

    হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Silpi Mridha
Silpi Mridha @cook_15535009
Behala
ranna korte, sikhte, sekhate valobasi
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes