গোয়ান প্রন কারি (Goan prawn curry recipe in Bengali)

Soma Sengupta
Soma Sengupta @somasfoodhub

গোয়ান প্রন কারি (Goan prawn curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪-৫
  1. ৮-১০ টা বড়চিংড়ি মাছ
  2. ৫-৬ টা কাশ্মীরি লাল লঙ্কা(গোটা)
  3. ১/২চা চামচগোলমরিচ (গোটা)
  4. ১/২টেবিল চামচধনে(গোটা)
  5. ১চা চামচজিরা(গোটা)
  6. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১টেবিল চামচতেঁতুলের ক্বাথ
  8. ১কাপনারকেলের দুধ
  9. ১টেবিল চামচপেঁয়াজ কুচি-
  10. ১/২টেবিল চামচআদা কুচি-
  11. ২টেবিল চামচনারকেল তেল অথবা সাদা তেল
  12. ৮-১০টা কারিপাতা
  13. স্বাদমতনুন

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ গুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

  2. 2

    এরপর সমস্ত শুকনো মশলা (ধনে,জীরে, গোলমরিচ, রসুন কোয়া, কাশ্মীরি লাল লঙ্কা গোটা) একসাথে মিক্সারে চালিয়ে একটি মিশ্রন তৈরী করে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু বাদামী রং ধরলে তখন আদা কুচি টা দিতে হবে,অল্প ভাজা হলে তাতে মশলার মিশ্রণ টি দিয়ে দিতে হবে।এরপর চিংড়ি মাছ গুলো ছেড়ে দিতে হবে, কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে তেঁতুলের ক্বাথ আর নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। পরিমানমত নুন দিতে হবে।এরপর কিছুক্ষন ঢাকা দিয়ে রান্না করতে হবে। নামানোর আগে কারিপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soma Sengupta
Soma Sengupta @somasfoodhub

মন্তব্যগুলি (4)

Similar Recipes