লজিজ-এ-গুলাব(Lazeez-e-Gulab recipe in Bengali)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India

#GA4
#WEEK14
Ladoo
এবারের ধাঁধা থেকে বেছে নিলাম লাড্ডু।

লজিজ-এ-গুলাব(Lazeez-e-Gulab recipe in Bengali)

#GA4
#WEEK14
Ladoo
এবারের ধাঁধা থেকে বেছে নিলাম লাড্ডু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4জন
  1. গুলকন্দের জন্য
  2. 1 কাপলাল গোলাপের পাপড়ি
  3. 1/2 কাপচিনি
  4. 3 টেবিল চামচ মধু
  5. 1/2 চা চামচমৌরি আধ ভাঙা
  6. 1/2 চা চামচবড় এলাচ আধ ভাঙা
  7. কভারিংয়ের জন্য
  8. 1 কাপছানা
  9. 1/2 কাপখোয়া
  10. 1 কাপচিনি
  11. 1/2 কাপকুচনো কাজু, আখরোট ও কাঠ বাদাম
  12. 2 টেবিল চামচ দুধ
  13. 2 চিমটিকেশর
  14. 2 চা চামচগোলাপ জল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    গুলকন্দের জন্য: গোলাপ পাপড়ি গুলো ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। এবার চিনি এক চামচ করে দিয়ে পাপড়ি নিয়ে হাতের তালুতে, লেচি গোল করার মতো করে কচলে নিতে হবে।

  2. 2

    ভালো করে চিনি পাপড়িতে মিশে গেলে, একটি প্যানে অল্প আঁচ করে নাড়তে হবে যত খন না চিনি গলতে শুরু করে আর পাপড়িতে সুগন্ধ বের হয়।

  3. 3

    এর পর আধ ভাঙা মৌরি ও বড় এলাচ টা দিয়ে নাড়তে হবে। দলা পেকে গেলে মধু দিয়ে নেড়ে ভালো ভাবে মিশিয়ে দিয়ে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে।

  4. 4

    কভারিংয়ের জন্য: ছানা হাতে করে ভালো ভাবে ভেঙে নিতে হবে ও খোয়া গ্রেট করে নিতে হবে। এবার চিনি দিয়ে এই দুটোকে ভালো করে মেখে নিতে হবে। মোলায়েম হয়ে গেলে ড্রাই ফ্রুট কুচনো গুলো দিয়ে কড়াই এ হালকা আঁচে ভালো করে নেড়ে নিতে হবে।

  5. 5

    এবার এতে কেশর দুধ মিশিয়ে নেড়ে নিয়ে গোলাপ জল মিশিয়ে দিতে হবে।

  6. 6

    ঠান্ডা হলে মিশ্রণ থেকে লেচি কেটে গুলকন্দের পুর ভরে সেটিকে রেডি করতে হবে। বেশি নরম হয়ে গেলে কিছুক্ষন ফ্রিজে রেখে নিতে হবে।

  7. 7

    কুচনো গোলাপ পাপড়িতে রোল করে রুপোলি তবক দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে লজিজ-এ-গুলাব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India
Happy Homemaker with Homegrown Interests. Addicted to cooking, photography and travelling. Cooking is an art and I am an Artist🤘
আরও পড়ুন

Similar Recipes