রসমালাই ডিপড ফক্সটেল মিলেট ক্ষীর (rosmalai diped foxtail millet kheer recipe in Bengali)

Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

#GA4
#week12
এসপ্তাহের চ‍্যালেঞ্জের ধাঁধা থেকে আমি Foxtail Millet বেছে নিলাম আর তা দিয়ে অভিনব একটি ক্ষীর তৈরি করেছি।সাধারণ ভাবে কাওন চালকে ফক্সটেল মিলেট হিসেবে ধরা হয়।

রসমালাই ডিপড ফক্সটেল মিলেট ক্ষীর (rosmalai diped foxtail millet kheer recipe in Bengali)

#GA4
#week12
এসপ্তাহের চ‍্যালেঞ্জের ধাঁধা থেকে আমি Foxtail Millet বেছে নিলাম আর তা দিয়ে অভিনব একটি ক্ষীর তৈরি করেছি।সাধারণ ভাবে কাওন চালকে ফক্সটেল মিলেট হিসেবে ধরা হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৫ জন
  1. ১লিটারদুধ
  2. ১/২ কাপফক্সটেল মিলেট
  3. ১মুঠোকিসমিস
  4. ১মুঠোকাজু
  5. ১মুঠোআমন্ড
  6. ১মুঠোপেস্তা
  7. ২চা চামচকেশর
  8. ১.৫ কাপ চিনি গুঁড়ো
  9. ১চিমটিনুন
  10. ৮-৯টাগোলাপের পাপড়ি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    দুধ জ্বাল দিয়ে সমান দুভাগে ভাগ করে নিয়ে পাতিলেবুর রস মিশিয়ে একভাগ দিয়ে ছানা তৈরি করে নিতে হবে।আর বাকি উপকরণ হাতের কাছে গুছিয়ে নিতে হবে।

  2. 2

    দুধের যে ভাগ দিয়ে ক্ষীর হবে তা পাশের আভেনে একদম লো ফ্লেমে দিয়ে ঘন করতে থাকতে হবে। অপর দিকে ছানার জল ঝড়িয়ে ঠান্ডা জল দিয়ে বার দুয়েক ধুয়ে জল চিপে ফেলে দিতে হবে। হাতের তালুতে ছানা ঢলে ঢলে মসৃণ করে নিয়ে ছোট ছোট বল তৈরি করতে হবে।

  3. 3

    এখন চিনির সিরা তৈরি করে ছানার বল গুলো সিরায় ফুটিয়ে রাখতে হবে।এই সময় ফক্সটেল মিলেট ভালো ভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে মিনিট ১৫ ।

  4. 4

    ১৫ মিনিট পর ক্ষীর হতে দেওয়া দুধের পাত্রে প্রথমে ফক্সটেল মিলেট দিয়ে ফুটতে দিতে হবে।সেদ্ধ হয়ে এলে গুঁড়ো চিনি দিয়ে নেড়ে একে একে কাজু,কিশমিশ, পেস্তা আর কেশর দিয়ে দুই থেকে তিন মিনিট আরো ফুটিয়ে ছানার ছোট বল গুলো দিয়ে গ‍্যাস বন্ধ করতে হবে। চিনিটা দেবার মিনিট খানেক পর ১চিমটে নুন দিতে হবে কারণ যে কোনো মিষ্টির মিষ্টতা এতে ব‍্যালেন্স হয়।

  5. 5

    ঠান্ডা করে গোলাপের পাপড়ি ছড়িয়ে পরিবেশন করতে হবে রসমালাই ডিপড্ ফক্সটেল মিলেট ক্ষীর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

Similar Recipes