ফিশ মোমো(Fish momo recipe in Bengali)

Mamoni chatterjee
Mamoni chatterjee @cook_23457011

ফিশ মোমো(Fish momo recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১.৫ কাপ ময়দা
  2. ২ টো মাছ সেদ্ধ
  3. ১/৪ কাপ গাজর কুচি
  4. ১/৪ কাপ ক্যাপ্সিকাম কুচি
  5. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  6. ১চা চামচ রসুন কুচি
  7. ১চা চামচ গরম মশলা
  8. ১ চা চামচ আদা পেসট
  9. ১চা চামচ সোযা সস
  10. ১চা চামচ চিলি সস
  11. ১চা চামচ টমেটো সস
  12. ১/২ কাপ টমেটো কুচি
  13. ১/২ কাপ টমেটো কুচি
  14. ১/৪কাপ সাদা তেল
  15. ১চা চামচ নুন
  16. ২চা চামচ লঙ্কা কুচি
  17. ১/২কাপ ধনে পাতা কুচি
  18. ১চা চামচ চাট মশলা
  19. ১চা চামচ সাদা মরিচ
  20. ২চা চামচ লঙ্কা বাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আগে মাছ কে সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে সব মশলা নুন সমেত মেখে রাখতে হবে।ময়দা নুন, তেল ও জল দিয়ে ভালো করে মেখে ছোট ছোটো লেচি কেটে রেখে দিতে হবে।

  2. 2

    কডাই এ তেল দিয়ে তাতে সব সবজি দিয়ে ভালো করে নেরে তাতে মশলা মাখানো মাছ সিদ্ধ দিয়ে নেরে দিতে হবে ও পুর বানিয়ে ফে লতে হবে ।

  3. 3

    লেচি বেলে তাতে পুর দিয়ে মুখ শে ষ থেকে বন্ধ করে পছন্দ মতো ডিজাইন করে মোমো রেডি করতে হবে

  4. 4

    একটা স্টিলের জায়গা জল দিয়ে ভালো করে গরম করতে দিয়ে স্টিলের ছাঁকনি বসিয়ে তাতে তেল লাগিয়ে ময়দার মোমো গুলো বসিয়ে
    স্টিম করতে দিতে হবে ও ১৫মিনিট পর স্টিম হযেগেল নামিয়ে ধনে পাতা চাটনি সাথে সসের সাথে পরিবেশ ন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mamoni chatterjee
Mamoni chatterjee @cook_23457011

Similar Recipes