ভেজিটেবল মোমো (vegetable momo recipe in Bengali)

Ranita Ray
Ranita Ray @cook_27505192

#GA4
#week14

এই সপ্তাহের দাওয়া ধাঁধা র থেকে আমি বেচ্ছে নিলাম মোমো। আজ আমি ভেজিটেবল মোমো বানাবো। আর এই শীতের সন্ধ্যয় গরম গরম মোমো , মোমো সপু এর সাথে খেতে দারুন লাগবে।তাহলে বন্ধুরা র দেরি কেনো।

ভেজিটেবল মোমো (vegetable momo recipe in Bengali)

#GA4
#week14

এই সপ্তাহের দাওয়া ধাঁধা র থেকে আমি বেচ্ছে নিলাম মোমো। আজ আমি ভেজিটেবল মোমো বানাবো। আর এই শীতের সন্ধ্যয় গরম গরম মোমো , মোমো সপু এর সাথে খেতে দারুন লাগবে।তাহলে বন্ধুরা র দেরি কেনো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘণ্টা
2 জন
  1. ২৫০ গ্রাম ময়দা
  2. ১০০ গ্রাম জল
  3. স্বাদমতোলবণ
  4. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  5. ১ চা চামচভাজা জিরে গুঁড়ো
  6. ১ চা চামচভাজা ধনে গঁড়ো
  7. ১চা চামচচিনি
  8. ১চা চামচ ভিনিগার
  9. পরিমাণ মতোবাঁধাকপি, গাজর ,ক্যাপ্সিকাম, স্প্রিং অনিয়ন, বিন্স কুচি
  10. ১ চা চামচভিনিগার
  11. ১ চা চামচসোয়া সস
  12. ১ চা চামচটমেটো সস
  13. প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ কুচি
  14. ১ চা চামচরসুন কুচি
  15. স্বাদমতকাঁচা লঙ্কা কুচি
  16. প্রয়োজন অনুযায়ীডিম
  17. ১ চা চামচ কর্ণফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

1ঘণ্টা
  1. 1

    ময়দা টা একটা বোরো পাত্রে নিন।ওতে লবণ দিন।অল্প অল্প করে গরম জল দিন।একটা সফ্ট মণ্ড তৈরি করুন।

  2. 2

    একটু সাদা তেল দিয়ে মেখে ১৫ মিনিট ঢেকে রাখুন।

  3. 3

    বাদা কপি কুচি,গাজর কুচি,আদা,রসুন, পেয়ায কুচি,ক্যাপ্সিকাম কুচি, কাঁচালঙ্কা কুচি, এক চামচ ভিনিগার,ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে চটকে নিন।

  4. 4

    লবণ,জেরে ধনে গুঁড়া,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,চিনি মিশিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন।

  5. 5

    ময়দা মাখা দিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিন ও লুচির মতো বেলুন,ময়দা গুরো দিয়ে ।ওই পুর এক চামচ করে ভরে,কুলি পিঠের মতো বা চুর এর মত করে বানিয়ে রাখুন।

  6. 6

    মোমো মএকের এ জল ফুটে উঠলে বানিয়ে রাখা কাচা মোমো গুলোকে সাজিয়ে দিন ও ২০ মিনিট এর জন্য মিডিয়াম আছে ভাপাতে দিন।২০ মিনিট পরে মোমো রেডী।

  7. 7

    একটি কড়াই তে অল্প সাদা তেল নিন ওর মধ্যে গাজর কুচি,ক্যাপ্সিকাম কুচি,বাদা কপি কুচি,বিন্সকুচি,দিয়ে ফুটতে হবে।ওর মধ্যে লবণ,গোলমরিচ ও সোয়া সস মিশিয়ে নিন।একটা ডিম ভেঙে,ফেটিয়ে নিয়ে, দিয়ে দিন।

  8. 8

    ঠাণ্ডা জলে এক চামচ কর্ণফ্লাওয়ার গুলে মিশিয়ে দিন।

  9. 9

    একটা ঘন সুপ এর মত তৈরি হওয়া পর্যন্ত ফুটান।ব্ল্যাক পাপের পাউডার ছড়িয়ে নিন।

  10. 10

    টমেটো সস, ও সুপ, ধনে পাতা সহযোগে,মোমো গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ranita Ray
Ranita Ray @cook_27505192

মন্তব্যগুলি (3)

Similar Recipes