স্টাফ পনির পকোড়া(Stuffed paneer pakora recipe in Bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

#প্রিয়রেসিপি
#Baburchihut

স্টাফ পনির পকোড়া(Stuffed paneer pakora recipe in Bengali)

#প্রিয়রেসিপি
#Baburchihut

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ২০০ গ্রাম পনির
  2. সবুজ চাটনির জন‍্য 👇
  3. পরিমাণ মতোঅল্প কিছু পুদিনা
  4. পরিমাণ মতোঅল্প কিছু ধনেপাতা
  5. ৬কোয়ারসুন
  6. ২ টো কাঁচালঙ্কা
  7. স্বাদ মতো নুন
  8. ১ চা চামচসরষের তেল
  9. স্বাদ অনুযায়ীচিনিঐছিক)
  10. টক মিষ্টি চাটনির জন‍্য 👇
  11. ২ টি টমেটো
  12. ৩ চা চামচতেঁতুল পাল্প
  13. ৫টা খেজুর
  14. ৫০গ্রাম আমসত্ত্ব
  15. ১/৩ চা চামচমেথি
  16. ১/৩ চা চামচসর্ষে
  17. ১চা চামচ সর্ষের তেল
  18. ১ চিমটে নুন
  19. স্বাদ মতো চিনি
  20. ব‍্যটারের জন‍্য 👇
  21. ২ চা চামচকরে(ময়দা,বেসন,চলের গুরো)
  22. ১চা চামচসাদা তেল
  23. ১/২ চা চামচ বেকিংসোডা
  24. ১চিমটে হলুদ
  25. ১/২ চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  26. প্রয়োজন মতো কোট করতে ব্রেডকক্রাম্ব
  27. প্রয়োজন মতো ভাজার জন‍্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সবুজ চাটনির উপকরণ মিক্সিতে দিয়ে চাটনি তৈরি করে নিয়েছি।

  2. 2

    টকমিষ্টি চাটনির জন‍্য কড়াইয়ে তেল বিনা টমেটো কুচি,সামান‍্য নুন,হলুদ দিয়ে টমেটো নরম করে নিয়েছি।

  3. 3

    নরম করা টমেটো ঠান্ডা করে মিক্সিতে নিয়ে,তাতে খেজুর,আমসত্ব,তেঁতুলের পাল্প দিয়ে পেষ্ট করে নিয়েছি।

  4. 4

    এবার একটা কড়াইয়ে সমস্ত পেষ্ট করা চাটনি দিয়ে প্রয়োজন মতো জল,মিষ্টি দিয়ে,ফুটে উঠলে,ফোরনের করায়ে সর্ষে,মেথি ভেজে ফোরন দিতে হবে।তৈরি হলো টক,মিষ্টি চাটনি।

  5. 5

    এবার পনির গুলোকে পকেটের মতো কেটে নিতে হবে ছবির মতো 👇

  6. 6

    পিস করা পনির গলো একটু লবণ ছরিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।

  7. 7

    কিছু পনিরের টুকরোতে সবুজ চাটনি লাগাতে হবে। কিছু পনিরে মিষ্টি চাটনি লাগাতে হবে।

  8. 8

    নিজের পছন্দ মতো একিরকমও করা যেতে পারে।একটা বড়ো বলে ব‍্যাটারের সব উপকরণ দিয়ে,ভালো করে ফেটিয়ে ব‍্যটার করে নিতে হবে।

  9. 9

    এবার পনিরের টুকরো গুলো ব‍্যাটারে ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে লাল করে ভেজে তুলতে হবে

  10. 10
  11. 11

    পরিবেশন পাত্রে সুন্দর করে সাজিয়ে যে কোন সস দিয়ে পরিবেশন করুন পনির পকোড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

Similar Recipes