মুগ বরফি (Moog Barfi recipe in Bengali)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

মুগ বরফি (Moog Barfi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 250 গ্রামমুগডাল বেসন
  2. 250 গ্রামচিনি
  3. 200 গ্রামঘি
  4. 100 গ্রামখোয়াক্ষীর
  5. 3 টেবড়ো এলাচ
  6. প্রয়োজন অনুযায়ী কাজুবাদাম ডেকোরেশনের জন্য

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    মুগের ডাল গুড়িয়ে বেসন করে নিতে হবে

  2. 2

    বেসনে ওই থেকে 2টেবিল চামচ ঘি নিয়ে মাখিয়ে রাখতে হবে

  3. 3

    কড়াতে চিনি ঢেলে দিয়ে জল দিতে হবে। চিনির পাক করতে হবে।আরেকটি ওভেনে একটি পাত্রে জল দিয়ে ঘিয়ের বাটি বসিয়ে গোলতে দিতে হবে।

  4. 4

    চিনি পাক হয়ে এলে মুগেরডালের বেসন ঢেলে দিতে হবে।সাথে সাথে ঘি মিশিয়ে যেতে হবে সমস্ত ঘি মিশে গেলে খোয়া কুরে দিয়ে দিতে হবে । ভল করে খোয়া গোলে গেলে বড়ো এলাচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    একটি থালায় তেল মাখিয়ে ওর উপর মিশ্রনটা ঢেলে সমান করে নিতে হবে।

  6. 6

    বরফি মতো কেটে নিয়ে কাজু বাদাম আর চেরী দিয়ে সাজিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

Similar Recipes