রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০গ্রাম মটরশুঁটি
  2. ৩টেবিল চামচ ঘি
  3. ৪.৫ টেবিল চামচ চিনি
  4. ১/২ টেবিল চামচ এলাচের গুঁড়া
  5. ১কাপ লিকুইড দুধ
  6. প্রয়োজন অনুযায়ীসাজানোর জন্য কাজুবাদাম কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মটরশুঁটি কড়াই ছাড়িয়ে দানাগুলো কে অল্প জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে যাতে ওর কাঁচা গন্ধ টা চলে যায়

  2. 2

    এরপর সিদ্ধ কড়াই গুলো মিক্সিতে দিয়ে একটু বেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে

  3. 3

    এবার কড়াইতে ২টেবিল চামচ ঘি দিয়ে ওই পেস্ট টা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু শুকনো করে নিতে হবে।

  4. 4

    এরপর ওর মধ্যে একে একে চিনি, ও বাকি ঘি টা দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে এবং এরপর ওর মধ্যে দুধ ও এলাচ গুঁড়া দিয়ে ১-২ মিনিট ফুটতে দিতে হবে

  5. 5

    মিশ্রণটি যখন একটু শুকিয়ে আসবে তখন কড়া থেকে নামিয়ে,আগে থেকে ঘি ব্রাশ করা পাত্রে ওটাকে ঢেলে চামচ দিয়ে সমান করে চৌকো করে নিতে হবে

  6. 6

    এরপর এটাকে সেট করার জন্য ১-২ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। এরপর ফ্রিজ থেকে বের করে বরফি আকারে কেটে ওরপর থেকে কাজুবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মটরশুঁটির বরফি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

মন্তব্যগুলি

Similar Recipes