দুধ মালাই (Doodh malai recipe in Bengali)

Banasree Bhowal
Banasree Bhowal @banasree
Siliguri

#উত্তরবাংলার রান্নাঘর
#দুধ
আজ বিকেলের টিফিনের জন্যে বানিয়ে ফেললাম দুধ মালাই।

দুধ মালাই (Doodh malai recipe in Bengali)

#উত্তরবাংলার রান্নাঘর
#দুধ
আজ বিকেলের টিফিনের জন্যে বানিয়ে ফেললাম দুধ মালাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘণ্টা
৬-৭
  1. রসগোল্লা তৈরীর জন্য:--
  2. ১ লিটার দুধ
  3. ১ লেবু / ১ চা চামচ / ১ চা চামচ ছানা কাটার/ জল/ ভিনিগার
  4. ১.৫ কাপ সুজি
  5. ৫ কাপ চিনি
  6. ৮ কাপ জল
  7. ৫-৬ টা গোটা এলাচ
  8. ১/২ চা চামচ বেকিং পাউডার
  9. ২চা চামচ লেবুর রস
  10. মালাই এর জন্যে:-
  11. ১ লিটার দুধ
  12. ২ কাপ গুঁড়ো দুধ
  13. ১ কাপ গুঁড়ো চিনি
  14. ৪-৫ টা বা ১/২ চা চামচএলাচ / এলাচ গুঁড়ো
  15. ১.৫চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

১ঘণ্টা
  1. 1

    রসগোল্লা তৈরীর জন্য:-- কড়াইতে দুধ ঢেলে দিয়ে নাড়তে হবে যাতে লেগে না যায়।

  2. 2

    দুধ ফুটে গেলে তাতে লেবুর রস /ছানা কাটার জল / ভিনিগার দিয়ে নাড়তে হবে যাতে ছানা গুলো আলাদা হয়ে যায়।

  3. 3

    ছানা গুলো আলাদা হয়ে গেলে, গ্যাস বন্ধ করে কিছুক্ষণ নেড়ে নিয়ে, একটা কাপড়ে ছানাটা ঢেলে নিতে হবে।

  4. 4

    ছানাটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে কিছুটা ঠান্ডা জল ঢেলে নিয়ে ভালো করে চিপে নিতে হবে।

  5. 5

    কাপড়টা টাইট করে বেধে ঘণ্টা দুই ঝুলিয়ে রাখতে হবে যাতে ছানার সমস্ত জল বেরিয়ে যায়।

  6. 6

    দু ঘন্টা পর, ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে ভালো করে হাত দিয়ে ডলে নিতে হবে যাতে একদম মিহি হয়ে যায় আর যেন হালকা তেল ভাব আসে।

  7. 7

    তারপর তাতে সুজি, বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে।

  8. 8

    ভালো করে মিশিয়ে নেওয়ার পর ছোটো ছোটো বলের করে নিতে হবে যাতে সবদিক সমান হয়, হালকা তেল ভাব যেন থাকে।

  9. 9

    একটা কড়াইতে জল আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  10. 10

    শিরা টা ফুটলে তাতে থেঁতো করে নেওয়া এলাচ র লেবুর রস টা দিয়ে দিতে হবে।

  11. 11

    তারপর গোল করে রাখা বল গুলো শিরার মধ্যে দিয়ে ঢেকে ৮-১০ মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  12. 12

    ঠাণ্ডা হলে শিরা থেকে মিষ্টি গুলো এক এক করে তুলে নিতে হবে একটা পাত্রে।

  13. 13

    মালাই তৈরির পদ্ধতি:--
    কড়াইতে ঘি দিয়ে দিতে হবে, তারপর দুধ টাও ঢেলে ভালো করে নাড়তে হবে যাতে লেগে না যায়।

  14. 14

    দুধ ফুটে গেলে তাতে এলাচ বা এলাচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়েই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  15. 15

    এরপর তাতে চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে।

  16. 16

    হালকা ঘনো হলে গ্যাস বন্ধ করে কিছক্ষণ নেড়ে নিয়ে হালকা ঠাণ্ডা হতে রেখে দিতে হবে।

  17. 17

    এরপর আগে থেকে তুলে রাখা রসগোল্লা গুলোর ওপর মালাই দিয়ে আধা ঘণ্টা রেখে দিতে হবে যাতে মিষ্টি গুলো আর মালাই এর মিষ্টির মধ্যে ভালো করে ঢুকে যায়।

  18. 18

    এরপর একটা ছোটো পাত্রে সাজিয়ে নিলেই তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Banasree Bhowal
Banasree Bhowal @banasree
Siliguri

Similar Recipes