মালাই-চমচম(malai-chomchom recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#মা স্পেশাল রেসিপি
আমার মায়ের খুব প্রিয় মিষ্টি এটি।দুর্গাপুরে এই মিষ্টির স্বাদ অতুলনীয়; কিন্তু গরমকালে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বাইরে নিয়ে যাওয়া যায় না।তাই হাতে বানিয়ে নিলে অনেকটা সুবিধে;ইচ্ছে মতো মাকে খাওয়ানো যায়।

মালাই-চমচম(malai-chomchom recipe in Bengali)

#মা স্পেশাল রেসিপি
আমার মায়ের খুব প্রিয় মিষ্টি এটি।দুর্গাপুরে এই মিষ্টির স্বাদ অতুলনীয়; কিন্তু গরমকালে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বাইরে নিয়ে যাওয়া যায় না।তাই হাতে বানিয়ে নিলে অনেকটা সুবিধে;ইচ্ছে মতো মাকে খাওয়ানো যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা৩০মিনিট
৩জনের
  1. চমচমের জন্য যে ছানা:-
  2. ১প্যাকেট(৫০০এম.এল) আমূল তাজা দুধ
  3. ১টেবিল চামচ ভিনিগার
  4. ১টেবিল চামচ জল
  5. সিরা:-
  6. ১/২কাপ চিনি
  7. ৪.৫ কাপ জল
  8. ১টা ছোট এলাচ
  9. মালাই:-
  10. ১প্যাকেট(৫০০এম.এল) আমূল তাজা দুধ
  11. ২টি ছোট এলাচ ফাটানো
  12. ২টেবিল চামচ আমূল পাউডার
  13. ৪টেবিল চামচ চিনি(ইচ্ছে অনুযায়ী)
  14. প্রয়োজন অনুযায়ী জাফরান
  15. পরিমানমতোসাজানোর জন্য পেস্তা কুচি

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা৩০মিনিট
  1. 1

    প্যাকেট(এক) কেটে দুধ একটা পাত্রে ঢেলে বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে ছানা তৈরি করবো বলে।দুধ একবার ফুটে গেলে গ্যাসের পাওয়ার লো তে রেখে এক টেবিলচামচ ভিনিগার সম পরিমান জলে মিশিয়ে একটু একটু করে দিতে হবে এই গরম দুধে।চামচ দিয়ে আস্তে আস্তে করে দুধ নাড়িয়ে নিলেই হয়ে যাবে ছানা তৈরি।

  2. 2

    এবারে একটা ছাকুনিতে বা সাদা সুতির কাপড়ের মধ্যে এই ছানা জল সমেত ঢেলে দিতে হবে ও তার উপর আরও কিছু জল দিয়ে ধুয়ে নিতে হবে ছানাটা,যাতে ভিনিগারের গন্ধটা না থাকে।এবারে জল ঝরিয়ে নিতে হবে এই ছানার।কাপড়ের মুখ বেঁধে ঝুলিয়ে বা একটা বাটির উপর এই ছাকুনি রেখে।মোটামুটি ত্রিশ মিনিট লাগবে সমগ্র জল ঝরিয়ে নিতে।

  3. 3

    একটা থালায় জল-ঝরানো ছানা রেখে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে খুব ভালো করে।হাতের তালু দিয়ে চেপে খালার নীচের দিকে নামিয়ে নিলে মাখাটা ভালো হবে।মোটামুটি দশ মিনিট লাগবে এই মাখতে।মাখাটা হয়ে যাবে এটা বুঝবো কি করে আমরা!!যখন দেখবো থালার কোথাও আর ছানা আলাদা করে লেগে নেই,সবটাই হাতের মধ্যে চলে এসেছে ও খুব মসৃণ হয়েছে তখন ই আর মাখবো না।

  4. 4

    এই ছানা থেকে নিজের ইচ্ছে মতো লেচি করে নিতে হবে।আমি সাতটা করেছি লেচি।তবে পাঁচ-ছ'টা করলে ভালো হবে; একটু পুরু হবে চমচম গুলো।প্রথমে হাত দিয়ে গোল করে পাকিয়ে উপর দিকে ঘুরিয়ে একটা লম্বা শেপ দিতে হবে।দুই তালুর তলায় এবারে এটাকে চেপে দিতে হবে আলতোভাবে; আর উপর ও নীচের অংশ ছবি দেখে একটু ডিজাইন করে দিলেই হল চমচম তৈরি।বিঃ দ্রঃ:-এগুলো ফুলে কিন্তু বড় হবে সেই ভেবেই লেচি কাটতে হবে।

  5. 5

    একটা পুরু কড়াই বসিয়ে দিতে হবে গ্যাসে হাফ কাপ চিনি ও সাড়ে চার কাপ জল দিয়ে।জল ফুটতে শুরু করলেই একটা ছোট এলাচ মুখ ফাটিয়ে দিতে হবে এর মধ্যে।চিনি গলে মিষ্টির সিরা তৈরি হলে এর মধ্যে এবারে এই গড়ে নেওয়া ছানার চমচম গুলো দিতে হবে ছেড়ে।গ্যাসের ফ্লেম থাকবে ফুল।আর কড়াই টা ঢেকে দিতে হবে একটা ঢাকনা দিয়ে।একবারও ঢাকনা না খুলে এইভাবেই ফুটিয়ে নিতে হবে পনের মিনিট।তারপর ঢাকনা খুলে আরও পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই হল চমচম তৈরি।এবারে এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে রস ঢোকার জন্য।

  6. 6

    ছানার চমচম সিরায় ফুটতে দিয়েই আমরা অন্য একটা পাত্রে আরেক প্যাকেট দুধ ফুটিয়ে নেব ঘন করে।মোটামুটি ফুটে গেলেই এর মধ্যে দেব দুটো এলাচ ফাটিয়ে।আর এক হাতা দুধ তুলে নিয়ে রেখে দেব একটা কাপে।হালকা গরম থাকতে এর মধ্যে দুই টেবিলচামচ আমূল পাউডার গুলে নেব সমান ভাবে।দুধ যখন ফুটে ২৫%কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এই আমূল পাউডার মেশানো দুধ ও চিনি।গ্যাসের ফ্লেম লো করে যখন এই দুধ আরও ২৫%কমে আসবে মানে হাফ হয়ে যাবে তখন দিয়ে দেব সাবধানে চামচ দিয়ে রস চিপে নেওয়া ঐ ছানার চমচম গুলো।

  7. 7

    দুধের মালাইয়ের সাথে এই চমচম ফুটবে মিনিট পাঁচেক মাঝারি আঁচে।তারপর গ্যাস অফ করে দিয়ে ওপর দিয়ে সামান্য জাফরান ছড়িয়ে একটা ঢাকা চাপা দিয়ে রাখতে হবে সাত ঘন্টা।

  8. 8

    একদম ঠান্ডা হয়ে রস ঢুকে গেলে এই চমচম একটা প্লেটে তুলে নিয়ে উপর দিয়ে মালাই ও কিছু পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।তৈরি তবে আমাদের এই সুস্বাদু' মালাই-চমচম'

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

মন্তব্যগুলি (14)

Similar Recipes