পেরি পেরি রাইস (peri peri rice recipe in Bengali)

purnasee misra
purnasee misra @cook_22130544

#GA4
#week16
আজ আমার নিবেদন পেরি পেরি রাইস।খুব সহজে অত্যন্ত সুস্বাদু সুসম আহার।

পেরি পেরি রাইস (peri peri rice recipe in Bengali)

#GA4
#week16
আজ আমার নিবেদন পেরি পেরি রাইস।খুব সহজে অত্যন্ত সুস্বাদু সুসম আহার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
তিন জনের
  1. 150 গ্রামবাসমতী চাল
  2. 4 চামচঅলিভ অয়েল
  3. 4 টিলাল বেল পেপার একটা লাল লঙ্কা
  4. 1 টা বড় পেঁয়াজ
  5. 5-6কোয়ারসুন
  6. স্বাদ মতোনুন
  7. স্বাদমতোপাতিলেবুর রস
  8. 1 চা চামচভিনিগার
  9. 1 চা চামচসয়া সস
  10. প্রয়োজন অনুযায়ীগোল মরিচ গুঁড়ো
  11. 1 টাক্যাপ্সিকাম এক
  12. 1/2চা চামচজিরে

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে চাল ধুয়ে কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    আগে পেরি পেরি সস বানাতে হবে ।তার জন্য লাল বেল পেপার ও পেঁয়াজ কে ডুমো ডুমো করে কেটে নিতে হবে।চাইলে প্যাপরিকা পাওডার ব্যবহার করা যেতে পারে।লাল লঙ্কা (আচারের) আমি নিকটস্হ কোথাও পাই নি তাই এমনি লাল লঙ্কা নিয়েছি । রসুন।এগুলো কে প্যানে একটু অলিভ অয়েল দিয়ে সঁতে করে নিয়েছি।

  3. 3

    একটু ঠান্ডা হলে একটা মিক্সিং জারে দিয়ে তার মধ্যে এক চা চামচ লেবুর রস আধ চা চামচ ভিনিগার অল্প নুন জিরে গুঁড়ো এক চা চামচ দু চামচ তেল এক চা চামচ গোলকি গুঁড়ো দিয়ে মিক্সড করে সস বানাতে হবে।

  4. 4

    এবার রাইস বানাবার জন্য ভাত বানিয়ে নিতে হবে।লাল বেল পেপার ক্যাপ্সিকাম ডুমো করে কেটে রাখতে হবে।পেঁয়াজ ছোট করে কেটে নিতে হবে।টমাটো ছোট একটা কেটে নিতে হবে।

  5. 5

    একটা প্যানে অলিভ অয়েল গরম করে সস ও টমাটো কুচি দিয়ে ভাজতে হবে।একটু ভাজা হলে তাতে বেল পেপার ক্যাপ্সিকাম স্বাদ মতো নুন দিয়ে ভাজতে হবে।মশলা থেকে তেল ছাড়লে তাতে ভাত গোলকি গুড়ো অল্প একটু সামরিচ গুড়ো (নাও দিতে পারেন)সয়া সস এক চা চামচ এক চা চামচ ভিনিগার এক চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরী হয়ে যাবে পেরি পেরি রাইস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
purnasee misra
purnasee misra @cook_22130544

Similar Recipes