এগ বিরিয়ানি (egg biryani recipe in Bengali)

Nabanita Mitra
Nabanita Mitra @cook_24428062
Mumbai

#GA4#week16
এই সপ্তাহের ক্লু থেকে আমি বিরিয়ানী কে বেছে নিয়েছি। এটি আমি খুব সহজ পদ্ধতি তে করেছি ।

এগ বিরিয়ানি (egg biryani recipe in Bengali)

#GA4#week16
এই সপ্তাহের ক্লু থেকে আমি বিরিয়ানী কে বেছে নিয়েছি। এটি আমি খুব সহজ পদ্ধতি তে করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৪ জন
  1. ৫০০ গ্রাম বাসমতি চাল
  2. ৫০ গ্রাম সাদা তেল
  3. ২০ গ্রাম ঘি
  4. পরিমান মতোলঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন বাটা
  5. ১৫০গ্রামপেঁয়াজ কুচি
  6. ১০০ গ্রাম টক দই
  7. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  8. স্বাদ মতোলবণ, চিনি
  9. ১/২ চা চামচগরম মসলা
  10. ২ টি তেজপাতা
  11. ৭ টি ডিম সেদ্ধ
  12. ১চা চামচগোলাপ জল
  13. ২ টি এলাচ,
  14. ১্টুকরোদারচিনি
  15. প্রয়োজন অনুযায়ীসাজানোর জন্য পুদিনা পাতা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    ডিম সেদ্ধ করে ভেজে নিতে হবে। চাল ভাল করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    পেঁয়াজ কুচি ভেজে তুলে রাখতে হবে । এবার কড়াই তে সাদা তেল আর ঘি মিশিয়ে গোটা এলাচ, দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে।

  3. 3

    এবার এতে সব বাটা মসলা, টক দই, লবণ, হলুদ, সব দিয়ে কষিয়ে চাল টা দিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে চাল তা ফাটা ফাটা হয়ে এলে আন্দাজ মতো জল দিয়ে ঢাকা দিতে হবে যতক্ষণ না চাল তা আধা সেদ্ধ হয়ে যায়। (১ কাপ চাল নিলে ২ কাপ জল)এবার এতে চিনি অল্প পরিমাণ, গরম মসলা, গোলাপ জল দিয়ে নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  4. 4

    অন্য ১ টি পাত্রে ভাতের লেয়ার সাজিয়ে ওপর থেকে পেঁয়াজ ভাজা, ডিম দিয়ে সাজিয়ে গ্যাস এ বসিয়ে কম আঁচ এ দম দিতে হবে যতক্ষণ না ভাত তা পুরোপুরি হয়ে যায়। নামিয়ে নিয়ে পুঁদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলেই তৈরি চট জলদি এগ বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Mitra
Nabanita Mitra @cook_24428062
Mumbai

Similar Recipes