চিকেন বিরিয়ানী (chicken biriyani recipe in Bengali)

Tumpa Roy
Tumpa Roy @tumpa_7022

#GA4 #week16
এই চিকেন বিরিয়ানী একদম ঘরোয়া ভাবে বানানো যা বাইরের দোকানের বিরিয়ানীর তুলনায় অনেক সুস্বাদু ও নিরাপদ...

চিকেন বিরিয়ানী (chicken biriyani recipe in Bengali)

#GA4 #week16
এই চিকেন বিরিয়ানী একদম ঘরোয়া ভাবে বানানো যা বাইরের দোকানের বিরিয়ানীর তুলনায় অনেক সুস্বাদু ও নিরাপদ...

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
2,জনের জন্য
  1. 2 কাপবাসমতি চাল
  2. স্বাদমত নুন
  3. 6 কাপজল
  4. 1 চা চামচগোটা জিরে
  5. 4 টেতেজপাতা
  6. 4 টেবিল চামচঘি
  7. 1 টেবিল চামচসাদা তেল
  8. 1 কাপটমেটকুচি
  9. 2 কাপভাজা পিঁয়াজকুচি বা বেরেস্তা
  10. 500 গ্রামচিকেনের পিস
  11. 2 টেবিল চামচআদা রসুনবাটা
  12. 3 টেবিল চামচটকদই
  13. 8 টুকরোআলু
  14. 1 চা চামচহলুদ
  15. 1 চা চামচকেওড়াজল
  16. 2 টেবিল চামচদুধে গোলা কেশর
  17. 1/2 কাপধনেপাতাকুচি
  18. 1 টেবিল চামচবিরিয়ানী মশলা
  19. 1 চা চামচগরমমশলাগুঁড়ো
  20. 2 চা চামচকাঁচালঙ্কাকুচি
  21. 2 চা চামচগোলমরিচগুঁড়ো
  22. 1 চা চামচশুকনোলঙ্কাগুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    বড় আলু খোসা ছাড়িয়ে দুআধঘানা করে কেটে তাতে নুন হলুদ মাখিয়ে নিতে হবে,

  2. 2

    একটা পাত্রে চিকেনের পিসে নুন,আদারসুনবাটা,বেরেস্তা,গোলমরিচগুঁড়ো,ধনেগুঁড়ো,লঙ্কাগুঁড়ো,কাঁচালঙ্কাকুচিগরমমশলাগুঁড়ো,ধনেপাতাকুচি,টকদই দিয়ে মেখে 10 মিনিট রাখতে হবে,

  3. 3

    কড়ায় পরিমানমত জল দিয়ে তাতে গোটা জিরে,তেজপাতা,লবঙ্গ,নুন,দারচি নি,ছোট এলাচ,ঘি দিয়ে ফুটিয়ে তাতে আধঘন্টা ভেজানো বাসমতি চাল দিয়ে ফুটিয়ে 80 %সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে,

  4. 4

    ভাতটা নামিয়ে একটু বাতাস লাগিয়ে ঠান্ডা করে নিতে হবে,

  5. 5

    কড়ায় তেল ঘি গরম করে তাতে মশলা মাখানো চিকেন পিস গুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে,তাতে নুন হলুদ মাখানো আলু,আর টমেটকুচি দিয়ে নাড়তে হবে,

  6. 6

    ভাল করে চিকেনটা কষিয়ে নিতে হবে,

  7. 7

    এবার উনুনে একটা চাটু রেখে তার ওপর কোনো গভীর কড়া বা প্যান বসিয়ে চিকেন দম দেবার জন্য তাতে সেদ্ধ করা বাসমতি ভাত ছড়িয়ে তার ওপর চিকেনের মিশ্রন ছড়িয়ে দিতে হবে,

  8. 8

    তার ওপর আবার ভাত বিছিয়ে তার ওপর বিরিয়ানী মশলা গুঁড়ো,ঘি,ধনেপাতা কুচি ছড়াতে হবে,,

  9. 9

    তার ওপর বেরেস্তা,দুধে গোলা কেশর ও কেওড়া জল ছড়িয়ে ঢাকনা চাপা দিয়ে 20মিনিট রাখতে হবে কম আঁচে....

  10. 10

    প্লেটে বিরিয়ানী রেখে রায়তার সাথেপরিবেশনকরতে হবে,.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tumpa Roy
Tumpa Roy @tumpa_7022

Similar Recipes