এলিফ্যান্ট ফুট বিরিয়ানী (Elephant Foot biriyani recipe in Bengali)

Susmita Mondal Kabiraj
Susmita Mondal Kabiraj @cook_20739126
নিউটাউন

#GA4
#week16
যারা নন ভেজ খান না তাদের জন্য খুব কম বানিয়ে ফেলুন এই রেসিপি টি।

এলিফ্যান্ট ফুট বিরিয়ানী (Elephant Foot biriyani recipe in Bengali)

#GA4
#week16
যারা নন ভেজ খান না তাদের জন্য খুব কম বানিয়ে ফেলুন এই রেসিপি টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4 জন
  1. 1 কেজি বাসমতী চাল
  2. 400 গ্রামএলিফ্যান্ট ফুট বা ওল
  3. 2 টোআলু
  4. 1/2 কাপতেল
  5. 2 কাপপিঁয়াজ কুচি
  6. 1 টেবল চামচজিরে গুঁড়ো
  7. 1 টেবল চামচধনে গুঁড়ো
  8. 2 চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. 1/2 কাপআদা রসুন বাটা
  10. 2 টেবল চামচগরম মশলা
  11. 2 টেবল চামচবিরিয়ানী মশলা
  12. 2 টেবল চামচপিঁয়াজ বেরেস্তা
  13. 2 চা চামচ ফুড কালার বা কেসর জল
  14. 1/2 চা চামচ কেওড়া জল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে বাসমতি চাল ভিজিয়ে প্রথমে ওল বা এলিফ্যান্ট ফুট গুলোকে বড়ো করে কেটে জলে ধুয়ে নিতে হবে।

  2. 2

    তারপর লবণ হলুদ মেখে ভেজে নিতে হবে। এরপর বাসমতি চাল গরম জলে দিয়ে, কয়েকটি তেজপাতা, দারচিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর একটা করাই এ দারচিনি শুকনো লঙ্কা, গোল মরিচ এলাচ ফোড়ন দিয়ে পিঁয়াজ বাটা, আদা বাটা, লবণ হলুদ ও সব মশলা গুলো দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে। কষানো হলে ভাজা ওল গুলো দিয়ে 5 মিনিট নাড়া চারা করে নিয়ে বিরিয়ানি মশলা দিয়ে কষানো ওল গুলো নামিয়ে নিতে হবে।

  4. 4

    একটা প্রেসার কুকার নিয়ে Iভালো করে ঘি মাখিয়ে হাফ সেদ্দ রাইস টা কে 1 চামচ করে, লবণ ঘি চিনি মাখিয়ে প্রেসার কুকারে স্তর করে করে, একবার রাইস আর একবার ওল এর কষানো সবজি টা দিতে হবে।

  5. 5

    তারপর 1/2কাপ গরম জল, বিরিয়ানি মশলা, গোলাপ জল, ক্যাওড়া জল, ফুড কালার, বেরেস্তা দিয়ে, ঢাকনা বন্ধ করে দিয়ে হাই ফ্লেম এ 2 টো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Susmita Mondal Kabiraj
Susmita Mondal Kabiraj @cook_20739126
নিউটাউন

Similar Recipes