বিরিয়ানী (Chicken biriyani recipe in bengali)

Malabika Biswas
Malabika Biswas @mala_17

#পূজা2020
আ হাঃ কি আনন্দ আকাশে বাতাসে। এই আনন্দটা আমরা এ বছর আর অনুভব করতে পারছিনা। গৃহবন্দী হয়ে আছি সবাই। রান্না করে আর খেয়ে যেটুকু আনন্দ করা যায়। আর এই আনন্দ মুহূর্তে আমি বিরিয়ানীর আয়োজন করেছি। যে রান্নাটা একবাক্যে সবাই চেটেপুটে খাবে।

বিরিয়ানী (Chicken biriyani recipe in bengali)

#পূজা2020
আ হাঃ কি আনন্দ আকাশে বাতাসে। এই আনন্দটা আমরা এ বছর আর অনুভব করতে পারছিনা। গৃহবন্দী হয়ে আছি সবাই। রান্না করে আর খেয়ে যেটুকু আনন্দ করা যায়। আর এই আনন্দ মুহূর্তে আমি বিরিয়ানীর আয়োজন করেছি। যে রান্নাটা একবাক্যে সবাই চেটেপুটে খাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিঃ
এক জনের জন্য
  1. ২০০ গ্রাম বাসমতি চাল
  2. ১ টা আলু
  3. ২৫০ গ্রাম চিকেন
  4. ১টা মাঝারি সাইজ এর পেঁয়াজ হাফ বেরেস্তা, হাফ পেস্ট
  5. ৪/৫ কোয়া রসুন বাটা
  6. ১/২ ইঞ্চিআদা বাটা
  7. ১ চা চামচজিরে, ধনে গুঁড়ো
  8. ১ চা চামচলাল লংকা গুঁড়ো
  9. ২টো তেজপাতা
  10. ৬ টা লবঙ্গ
  11. ২ টিএলাচ
  12. ১ টুকরোদারুচিনি
  13. ১/২ চা চামচহলুদ
  14. স্বাদমতনুন
  15. ১ চিমটিচিনি
  16. ১ চা চামচ বিরিয়ানী মশালা
  17. ১ ফোঁটামিঠা আতর
  18. ১/২ কাপদুধের মধ্যে একটু কেশর, ভিজিয়ে রাখতে হবে
  19. ১/২ চা চামচকরে কেওড়া জল, গোলাপ জল
  20. ২ চা চামচ ঘি, এক পিন্স
  21. ১ চিমটিশা জিরা
  22. ২ টেবিল চামচসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিঃ
  1. 1

    বাসমতি চাল ৩০ মিঃ ভিজিয়ে রেখে সব মশালার আয়োজন করেছি।

  2. 2

    গ্যাসে জল বসিয়ে, জলের মধ্যে তেজপাতা, গরম মশালা, শা জিরা,এক চামচ ঘি, নুন স্বাদমত দিলাম।

  3. 3

    জল ফুটে উঠলে চাল দিয়েছি।

  4. 4

    ভাত একটু শক্ত থাকতে ফ্যান গেলে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি।

  5. 5

    আলু কেটে জলে একটু হলুদ দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি।

  6. 6

    তেল গরম হলে আলু, নুন,হলুদ দিয়ে ভেজে নিয়েছি।

  7. 7

    ঐ তেলে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি।

  8. 8

    মাংস জলে ধুয়ে পরিস্কার করে নিয়েছি।

  9. 9

    তেলে সমস্ত মশালা দিয়ে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে ভাল করে কষিয়ে নিয়েছি।

  10. 10

    এবার একটি পাত্রে এক চামচ ঘি দিয়ে তার উপরেে তেজপাতা সাজিয়ে এক প্রস্হ ভাত, তারপর আলু,তারপর মাংস দিয়ে সাজিয়ে দিয়েছি।

  11. 11

    এইভাবে যতক্ষণ ভাত,মাংস শেষ না হবে ততক্ষণ দিয়ে যেতে হবে।

  12. 12

    উপর থেকে ঘি, আতর,কেশর ভেজানো দুধ, গোলাপ জল,কেওয়া জল, বেরেস্তা ছড়িয়ে দিয়েছি ।

  13. 13

    মাখা আটা দিয়ে পাত্রের মুখ বন্ধ করে দিয়ে তাওয়াতে বসিয়ে দিয়েছি।

  14. 14

    ২০ মিঃ পর গ্যাস অফ করে তাওয়ার উপরে রেখে দিয়েছি।

  15. 15

    কিছুক্ষণ পরে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Malabika Biswas

Similar Recipes