টক ঝাল বেগুন ভাজা (tok jhaal Begun bhaja recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#স্মলবাইটস

স্মল বাইটস থীম থেকে বানালাম বেগুন ভাজা। বেগুন ভাজা বাঙালির হেঁশেল এ প্রায়ই অনুষ্ঠানে পরিবেশন করা হয়। আমি বেগুন ভাজা টি একটু অন্য ভাবে বানিয়েছি। টক ঝাল দিয়ে। বন্ধুরা এই বেগুন ভাজা টি যদি আমার রেসিপি অনুসরন করে বানিয়ে দেখো কথা দিলাম সকলের পছন্দ হবে।

টক ঝাল বেগুন ভাজা (tok jhaal Begun bhaja recipe in Bengali)

#স্মলবাইটস

স্মল বাইটস থীম থেকে বানালাম বেগুন ভাজা। বেগুন ভাজা বাঙালির হেঁশেল এ প্রায়ই অনুষ্ঠানে পরিবেশন করা হয়। আমি বেগুন ভাজা টি একটু অন্য ভাবে বানিয়েছি। টক ঝাল দিয়ে। বন্ধুরা এই বেগুন ভাজা টি যদি আমার রেসিপি অনুসরন করে বানিয়ে দেখো কথা দিলাম সকলের পছন্দ হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬/৭ মিনিট
২ জন
  1. ১টিবেগুন
  2. ১চা চামচহলুদ গুঁড়ো
  3. ২চা চামচলঙ্কা গুঁড়ো
  4. ২চা চামচধনে পাতা কুচি
  5. ১ টেবিল চামচতেঁতুল গোলা
  6. স্বাদমতোনুন
  7. ২ টেবিল চামচসর্ষে তেল

রান্নার নির্দেশ সমূহ

৬/৭ মিনিট
  1. 1

    বেগুন টি লম্বা করে ৪ টুকরো করে কেটে হাল্কা করে ছুরির ডগা দিয়ে দাগ দিয়ে দিতে হবে দুই দিক। তারপর গুঁড়ো মসলা ও নুন মেখে ৩০ মিনিট ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট এর প্লেট টি এক সাইড কাত করে রাখলে বাড়তি জল বেরিয়ে যাবে প্লেটের ঢালু দিক টি তে। বাড়তি জল ফেলে দিয়ে বেগুনের তেঁতুল গোলা ওপর থেকে ছড়িয়ে ভালো করে ম্যারিনেট করা বেগুনের টুকরো তে মেখে দিতে হবে।

  2. 2

    ফ্রাইং প্যানে তেল গরম করে বেগুন দুই পিঠ সোনালী লাল রঙে ভেজে নিতে হবে।

  3. 3

    পরিবেশন পাত্রে সাজিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে দারুন লাগে এই টক ঝাল বেগুন ভাজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes