ভাপা পিঠা

Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh

#পিঠা
শীতের সকালে ধোঁয়া উঠা গরম গরম ভাপা পিঠা কিযে মজার তার উপর খেজুরের গুড়ের তৈরি।

ভাপা পিঠা

#পিঠা
শীতের সকালে ধোঁয়া উঠা গরম গরম ভাপা পিঠা কিযে মজার তার উপর খেজুরের গুড়ের তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট ললল
6 জনের জন্য
  1. 4 কাপচাউলের গুঁড়া
  2. 1 কাপনারকেল কোরা
  3. 1 কাপখেজুরের গড়ু
  4. লবন সাদ মতো
  5. পানি প্রয়োজন মতো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট ললল
  1. 1

    প্রথমে চাউলের গুঁড়া টাকে একটু,একটু পানি ও লবন দিয়ে মেখে নিতে হবে। যখন দেখবো হাতে নিয়ে মোট করা যায় তখন বুঝবো আমার চাউলের গুঁড়া টা রেডি।

  2. 2

    এখন চাউলের গুঁড়া টা আমি একটা চালুনির সাহায্য চেলে নিব। তারপর কিছু টা সময় ঢেকে রাখবো।

  3. 3

    এখন গুড় ও নারকেল এক সাথে পাকিয়ে নিব।

  4. 4

    তারপর ছোট সিলভারের বাটিতে হাপ চালের গুড়া দিয়ে মাঝখানে পুর টা দিকে আবার উপরে চালের গুড়া দিয়ে হালকা হাতে চাপ দিব।

  5. 5

    তারপর সুতি পাতলা কাপড়ের ২ টি টুকরা রাখবো কাপড়ের টুকরো গুলি ভিজিয়ে নিংড়ে নিব।

  6. 6

    আমি ভাপা পিঠা টা প্রেশার কুকারে তৈরি করবো, খুব অল্প সময়ে তৈরি করার সহজ পদ্ধতি।

  7. 7

    এখন ভিজা কাপড় টা পিঠার উপরে পেঁচিয়ে নিব,প্রেশার কুকুরের ছিটিটা খুলে ঐ খানে একটা তেলের চৌগি বসিয়ে পিঠা টা তার মধ্যে বসিয়ে বাটিটা বের করে কাপড় দিয়ে পেচিয়ে ঢাকনা দিয়ে দিব।

  8. 8

    3 মিনিট পর নামিয়ে গরম গরম শীতের ভাপা পিঠা পরিবেশন করবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh
My passion is cooking 🍕🍴
আরও পড়ুন

Similar Recipes