কুমড়ো পাতায় চিংড়িভাপা/চিংড়ি ভাপা পাতুরি

Sanchari Karmakar
Sanchari Karmakar @cook_13486575

কুমড়ো পাতায় চিঙড়ি ভাপা/চিংড়ি ভাপা পাতুরি
মধ্যাহ্নভোজে গরম ভাতের পাতে বাঙালীর অতি প্রিয় মাছের একটা পদ।

কুমড়ো পাতায় চিংড়িভাপা/চিংড়ি ভাপা পাতুরি

কুমড়ো পাতায় চিঙড়ি ভাপা/চিংড়ি ভাপা পাতুরি
মধ্যাহ্নভোজে গরম ভাতের পাতে বাঙালীর অতি প্রিয় মাছের একটা পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪জন
  1. ৫০০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি মাছ
  2. ১/২ মালা নারকেল কোরা
  3. ১০ গ্রাম সাদা সর্ষে
  4. ১০ গ্রাম কালো সর্ষে
  5. ১০ গ্রাম পোস্ত
  6. স্বাদমত নুন
  7. ১ চা চামচ হলুদ
  8. ১/৪ কাপ সর্ষের তেল
  9. ৫-৬ টা কুমড়োপাতা
  10. ৭-৮ টি কাঁচালংকা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কুমড়োপাতা ভালো করে ধুঁয়ে, গরম জলে ২ মিনিট রেখে তুলে মুছে নিতে হবে।

  2. 2

    দুই রকমের সর্ষে, পোস্ত, নারকেল কোড়া বেটে নিতে হবে, একটা কাঁচালংকা ও সামান্য নুন,হলুদ দিয়ে।

  3. 3

    এবারে পরিষ্কার করে নেওয়া চিঙড়ি তে নুন, হলুদ মাখিয়ে বাটা মশলা ও তেল মেখে নিয়ে পাতায় অল্প অল্প পরিমানে দিয়ে, কয়েকটি করে কাঁচা লংকা চেরা দিয়ে পাতা মুড়ে নিতে হবে।

  4. 4

    একটা টিফিন বক্সে পাতায় মোড়ানো মাছের পাতুরি পাতিয়ে ঢাকনা এঁটে কুকারে জল দিয়ে র‍্যাকের উপর বসাতে হবে। এরপর কুকারের ১-২ টো সিটি দিলেই গ্যাস অফ করতে হবে।

  5. 5

    কুকারের প্রেসার নেমে গেলেই কৌটো থেকে বা বক্স থেকে পাতুরি বা ভাঁপা পাতুরি নামিয়ে আর সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanchari Karmakar
Sanchari Karmakar @cook_13486575

মন্তব্যগুলি

Similar Recipes