লাল দই (Lal doi recipe in Bengali)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

লাল দই (Lal doi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1/2 লিটারফুল ক্রিম দুধ
  2. 50 গ্রামচিনি
  3. 6 চা চামচচিনি ক্যারামেল করার জন্য

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    ফুল ক্রিম দুধ নিয়ে ভালো করে ফোটাতে হবে। ক্যারামেল করার জন্য চিনি নিতে হবে। বাটিতে ছয় চামচে চিনি ও চার চামচে জল দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে চিনি লাল হয়ে যাবে। নামিয়ে সামান্য জলদিয়ে দিতে হবে। তাপমাত্রা কমানোর জন্য । এবার দুধ আঁচে বসিয়ে বলক দিয়ে দুধ ফোটাতে হবে।নামিয়ে ক্যারামেল চিনি ও পরিমাণ মতো চিনি দিয়ে আরো একবার আঁচে বসিয়ে বলক দিয়ে নামিয়ে নিয়ে ভালো করে বলক দিয়ে যেতে হবে। এক রাত্তির রাখতে হবে।ভহ

  2. 2

    এবার দুধে হাত দিয়ে দেখতে হবে দুধের তাপমাত্রা হাত সহা গরম হয়ে এলে হাতাতে দুধ তুলে ভালো করে দম্বল মিশিয়ে দুধে ঢেলে দিতে হবে।

  3. 3

    চাপা দিয়ে গরম জায়গাতে রাখতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

Similar Recipes