চিংড়ি মাছের মালাইকারি

Joyeeta Polley
Joyeeta Polley @cook_15449072
Jacksonville FL

#প্রিয়ডিনাররেসিপি
#ইবুক
বাঙালির কাছে চিংড়ি মাছ অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। আর মালাইকারি পদটির জনপ্রিয়তা আট থেকে আশি সকলের কাছেই। ট্র্যাডিশনাল ও জনপ্রিয় এই রান্নাটি আমি একটু অন্য ভাবে করি। ভীষণ সহজ, কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে।

চিংড়ি মাছের মালাইকারি

#প্রিয়ডিনাররেসিপি
#ইবুক
বাঙালির কাছে চিংড়ি মাছ অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। আর মালাইকারি পদটির জনপ্রিয়তা আট থেকে আশি সকলের কাছেই। ট্র্যাডিশনাল ও জনপ্রিয় এই রান্নাটি আমি একটু অন্য ভাবে করি। ভীষণ সহজ, কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জনের জন্য
  1. ১ কেজি চিংড়ি মাছ
  2. ২ চা চামচ আদা বাটা
  3. ১.৫ চা চামচ রসুন বাটা
  4. ২ চা চামচ পিঁয়াজ বাটা
  5. ১/২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. ১ চা চামচ হলুদ গুঁড়া
  7. ১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ জিরে গুঁড়া
  9. ১ চা চামচ ধনে গুঁড়া
  10. পরিমাণ মতোলবণ
  11. ১ চা চামচ চিনি
  12. ১ কাপ নারকেল কুড়া
  13. ১ কাপ ফুল ফ্যাট দুধ
  14. ১.৫ টেবিল চামচ ঘি
  15. ৬-৭ টা কাঁচা লঙ্কা
  16. গোটা গরম মশলা
  17. ৩-৪ টিছোট এলাচ
  18. ২ স্টিকদারুচিনি
  19. ১ চা চামচগোটা জিরে
  20. ২ টিতেজপাতা
  21. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  22. ১/২ কাপ ফ্রেশ ক্রিম
  23. ১ চা চামচ গরম মশলা গুঁড়া
  24. পরিমাণ মতোজল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    চিংড়ি মাছ গুলো কালো শিরা/ ডি ভেইন করে (পিঠের কালো সুতার মত অংশটি ছাড়িয়ে) মাথা ও লেজের দিকের শেল রেখে বাকিটা পরিষ্কার করে রাখুন জল ঝরিয়ে। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ৫ মিনিট ম্যারিনেট করে রাখুন।

  2. 2

    একটি নন স্টিক প্যানে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছ গুলো হালকা ভেজে নিন। বেশি লালচে করলে মাছ গুলো শক্ত হয়ে যাবে।

  3. 3

    প্যানে আরেকটু তেল ও ১ চামচ ঘি যোগ করুন। গোটা গরম মশলা ফোড়ন দিন। হালকা গন্ধ বেরোলে পিঁয়াজ বাটা দিন। নাড়তে থাকুন। একে একে আদা ও রসুন বাটা দিয়ে দিন। কাঁচা গন্ধ চলে গেলে হলুদ, জিরে, ধনে ও কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিন।

  4. 4

    পরিমাণ মতো জল ঢালুন। চিংড়ি মাছ গুলো যেগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছে, সেগুলো দিন। ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ ও চিনি দিন। প্যানের ঢাকনা দিন। ৬-৮ মিনিট ফুটতে দিন।

  5. 5

    একটি ব্লেন্ডার কাপে নারকেল কুরও ও দুধ মেশান। মিহি করে বেটে নিন বা পেস্ট করে নিন। প্যানের ঢাকনা খুলে নারকেল দুধ পেস্ট মিশিয়ে দিন। চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন।

  6. 6

    লবণ ও চিনি ঠিক আছে কিনা দেখে নিন। গরম মশলা গুঁড়া মেশান। ফ্রেশ ক্রিম দিয়ে দিন।

  7. 7

    ২ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখুন। নামানোর আগে ঘি ছড়িয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন মালাইকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Joyeeta Polley
Joyeeta Polley @cook_15449072
Jacksonville FL
Stay at home mom, Passionate foodie, Home chef
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes