চিলি প্রণ (chili prawn recipe in BengalI)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#GA4
#week19
prawn
রেসিপিটা আমার নিজের মত করে করেছি , চাউমিনের সাথে খেতে খুব ভালো লাগে । আমার পরিবারে সবার পছন্দের এই রেসিপিটা ।

চিলি প্রণ (chili prawn recipe in BengalI)

#GA4
#week19
prawn
রেসিপিটা আমার নিজের মত করে করেছি , চাউমিনের সাথে খেতে খুব ভালো লাগে । আমার পরিবারে সবার পছন্দের এই রেসিপিটা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জনের
  1. 150 গ্রামমাঝারি প্রণ
  2. 1 টাবড় পেঁয়াজ চৌকো করে কাটা
  3. 1 চা চামচআদা বাটা
  4. 1 চা চামচরসুন বাটা
  5. 3 টেচেরা কাঁচা লংকা
  6. স্বাদমতনুন
  7. স্বাদমতচিনি
  8. প্রয়োজন মততেল পরিমান মত
  9. সসের মিশ্রনের জন্য----
  10. 1 চা চামচসয়া সস
  11. 1 চা চামচটমেটো সস
  12. 1 চা চামচচিলি সস
  13. 1/2 চা চামচকর্নফ্লাওয়ার
  14. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  15. 2 টেবল চামচজল
  16. প্রথম ম্যারিনেশানের জন্য----
  17. 1/2 চা চামচভিনিগাঢ়
  18. স্বাদমতোসামান্য নুন
  19. দ্বিতীয় ম্যারিনেশানের জন্য----
  20. 1/2চা চামচ গোলমরিচ গুঁড়ো
  21. 2 চা চামচকর্নফ্লাওয়ার
  22. 2 চা চামচময়দা
  23. 1/2 চা চামচসয়া সস

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    সব উপকরন এক জায়গায় গুছিয়ে নিতে হবে ।

  2. 2

    প্রথম ম্যারিনেশানের জন্য খোলা ছাড়িয়ে ধুয়ে নেওয়া প্রণের মধ্যে সামান্য নুন আর ভিনিগাঢ় দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিতে হবে । সসের সব উপকরন‌ও মিশিয়ে রাখতে হবে ।

  3. 3

    দ্বিতীয় ম্যারিনেশানের জন্য 10 মিনিট পর ভিনিগাঢ় থেকে প্রণগুলো চিপে তুলে নিয়ে ওর মধ্যে নুন, ময়দা, কর্নফ্লাওয়ার, সয়া সস আর 1/2 চামচ গোলমরিচ নিয়ে সামান্য জল দিয়ে একটা থিক পেস্টের মত করে 5 মিনিট আর‌ও ম্যারিনেট করে রাখতে হবে ।

  4. 4

    5 মিনিট পর কড়ায় তেল গরম করে ম্যারিনেট করা প্রণগুলো ভেজে তুলে নিতে হবে ।

  5. 5

    এবার ঐ তেলে পেঁয়াজ আর চেরা কাঁচা লংকা দিয়ে ভাজতে হবে ।

  6. 6

    পেঁয়াজ বাদামি হয়ে এলে ওর মধ্যে আদা আর রসুনের বাটা দিয়ে একটু কসাতে হবে ।

  7. 7

    2 মিনিট কসিয়ে নেওয়ার পর ভেজে রাখা প্রণ গুলো দিয়ে নেড়ে নিয়ে সসের মিশ্রনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট কুক করে নিতে হবে ।

  8. 8

    চাউমিনের সাথে গরম গরম সার্ভ ক‍রতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes