প্রণ চিলি গারলিক

Polly Basu
Polly Basu @cook_11880362

#বাঙালির সেরা রান্না

প্রণ চিলি গারলিক

#বাঙালির সেরা রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিট
5জন
  1. 500 গ্রামচিংড়ি মাছ
  2. 2 টোগোল করে পাতলা করে কাটা গাজর
  3. 2 টোপেঁয়াজ মোটা করে কাটা
  4. 8 টিকুচোনো রসুন
  5. 1 টি কাপসিকাম মোটা করে কাটা
  6. 1/2রেড কাপসিকাম মোটা করে কাটা
  7. পরিমাণ মতো নুন
  8. পরিমাণ মতো জল
  9. 1&1/2টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
  10. 1 কাপময়দা
  11. 1 চা চামচ সয়া সস
  12. 1 টেবিল চামচ গ্রীন চিলি সস
  13. 1 চা চামচ রেড চিলি সস
  14. 1 চা চামচ ভিনিগার
  15. 1 চা চামচ টমাটো সস
  16. পরিমাণ মতো তেল
  17. 1 চা চামচ চিনি
  18. পরিমাণ মতো গোল মরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

40মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলো ভালো করে কেটে ভিতর থেকে কালো সিরা সব বাদ দিয়ে দিতে হবে ।

  2. 2

    এ বার নুন ও চিনি দেয়া জলের ভিতর মাছ গুলো ভিজিয়ে তিরিশ মিনিট রাখতে হবে ।

  3. 3

    তার পর তুলে নিয়ে কর্ন ফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে তার ভিতর মাছ গুলি মাখিয়ে নিতে হবে । এ তে মাছ গুলো ড্রাই করা যাবে ।

  4. 4

    প্যান এ তেল গরম করে মাছ গুলো ভেজে নিতে হবে । এবার প্যান থেকে তুলে রাখতে হবে । আরো তেল দিয়ে কাটা গাজর দিতে হবে বেশি তাপ দিয়ে গাজর ভাজতে হবে, প্যান এর ধারে রেখে রসুন দিতে হবে । লাল হলে পেঁয়াজ দিতে হবে নাড়তে হবে ।

  5. 5

    সবুজ ও লাল কাপসিকাম দিয়ে দিতে হবে বেশি তাপ দিয়ে নাড়তে হবে । চিংড়ি মাছ গুলো দিতে হবে । সব সস ও ভিনিগার দিয়ে নাড়তে হবে ।ফ্রেস গোল মরিচ গুঁড়ো ও নুন দিতে হবে । নাড়তে হবে । খানিকটা কর্ন ফ্লাওয়ার জলে গুলে ঢেলে দিতে হবে । ভলো করে ফুটাতে হবে হয়ে গেলে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Polly Basu
Polly Basu @cook_11880362

মন্তব্যগুলি

Similar Recipes