চিলি পটেটো

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
2 জন
  1. ৪ টেমিডিয়াম আলু লম্বা লম্বা করে কাটা
  2. ২ চা চামচ কর্নফ্লাওয়ার
  3. ১ চা চামচ লংকা গুঁড়ো
  4. স্বাদমত নুন
  5. ৩০০ গ্রাম সাদা তেল ভাজার জন্য
  6. ১ টি পিঁয়াজ বড় বড় ডুমো ডুমো করে কাটা
  7. ১টি ক্যাপসিকাম ডুমো ডুমো করে কাটা
  8. ২ টি কাঁচা লংকা
  9. ১ চা চামচ সয়া সস
  10. ১ চা চামচ চিলি সস
  11. ১ চা চামচ রেডচিলি সস
  12. ১/২চা চামচ ভিনিগার
  13. অল্প ধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে আলু কেটে ভালো করে ধুয়ে নিন ১৫/২০ মিনিট রাখুন। যেন সব জল শুকিয়ে যায়ে।

  2. 2

    তারপর তেল গরম করে নিন এবার আলুতে নুন আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন

  3. 3

    এবার গরম তেলে লাল লাল করে ভেজে নিন

  4. 4

    তারপর অন্য প্যানে অল্প তেল দিন,ওতে পিঁয়াজ কুচি,ক্যাপসিকাম কুচি, কাঁচা লংকা, আদারসুন বাটা,দিয়ে ভালো করে নেড়ে নিন।

  5. 5

    এবার সব মশলা ও সস গুলো দিন,ভিনিগার দিন।ভালো করে মিশিয়ে নিন, একটা বাটিতে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে প্যানে দিয়ে দিন।

  6. 6

    ভালো করে মিশিয়ে যখন গ্রেভি গাঢ় হয়ে এলে আলু গুলো দিয়ে দিন।

  7. 7

    মাখো মাখো হয়ে এলে ধনেপাতা দিন।

  8. 8

    তৈরি চিলি পটেটো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

মন্তব্যগুলি

Similar Recipes