রোস্টেড মশালা ওয়ালনাট(roasted masala walnut recipe in bengali)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7

#walnuts
আজকে ওয়ালনাট দিয়ে আমি বানালাম রোস্টেড মশালা ওয়ালনাট এটি হেলদি এবং টেস্টি চা এর সাথে খেতে পার আবার এমনিও খাওয়া যায় নোনতা হিসাবে ।

রোস্টেড মশালা ওয়ালনাট(roasted masala walnut recipe in bengali)

#walnuts
আজকে ওয়ালনাট দিয়ে আমি বানালাম রোস্টেড মশালা ওয়ালনাট এটি হেলদি এবং টেস্টি চা এর সাথে খেতে পার আবার এমনিও খাওয়া যায় নোনতা হিসাবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 1 বাটিওয়ালনাট
  2. 1/2 চা চামচকাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  3. 1/4 চা চামচকালো মরিচ এর গুঁড়ো
  4. 1/2 চা চামচচাট মশলা
  5. 1/4 চা চামচবিট নুন
  6. 1/4 চা চামচজিরে গুঁড়ো
  7. 1/4 চা চামচধনে গুঁড়ো
  8. 1/4 চা চামচনুন
  9. 1টেবিল চামচ বাটার / মাখন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে ওয়ালনাট গুলি হাফ টুকরো করে নিতে হবে ।

  2. 2

    এবার একটি বাটিতে উপরে দেওয়া সব গুঁড়ো মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে

  3. 3

    এরপর প্যানে বাটার দিয়ে ওয়ালনাট গুলি দিয়ে কম আঁচে রোস্ট করতে হবে ।

  4. 4

    রোস্ট হয়ে গেলে মিক্সড মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়া চাড়া করে নামিয়ে নিতে হবে তাহলেই তৈরি রোস্টেড মশালা ওয়ালনাট ।

  5. 5

    এবার সারভিং বোলে দিয়ে উপর থেকে আরো একটু মশলা ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
রান্না করতে আমি ভালোবাসি রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে রান্না আমাকে খুশি দেয় আর রান্নার প্রতি ভালোবাসা সব আমার মেয়ের জন্য ও নানারকমের খাবার খেতে ভালো বাসে তাই ওর জন্য নানান খাবার বানাতে বানাতে রান্নার প্রতি আগ্রহ টা যেন আর দ্বিগুন বেড়ে গেছে 💕💖😊
আরও পড়ুন

Similar Recipes