চিকেন কোপ্তাকারি (Chicken kofta curry recipe in bengali)

Nandini Mukherjee Ghosh
Nandini Mukherjee Ghosh @Nandini_94

চিকেন কোপ্তাকারি (Chicken kofta curry recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০গ্রাম চিকেন কিমা
  2. ১ ইঞ্চি আদার টুকরো
  3. ১০ কোয়া রসুন
  4. ১ টা পেঁয়াজ কুচি
  5. ২ টো কাঁচালংকা
  6. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  7. ৫-৬ চা চামচ বিস্কুটের গুড়ো
  8. ১ টা ডিম
  9. ২ চা চামচ সাদা তেল
  10. গ্রেভির জন্য 👇👇
  11. ১ টা পেঁয়াজ বাটা (বড়)
  12. ১ চামচ আদা রসুন বাটা
  13. ১ টা টমেটো কুচি(বড়)
  14. ৩ -৪ টে কাঁচালংকা (ঝাল অনুযায়ী)
  15. ১ চা চামচ কাশ্মিরি লংকার গুড়ো
  16. ১/২ চা চামচ জিরের গুঁড়ো
  17. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  18. পরিমাণ মতো গরমমশলা (তেজপাতা ১ টা+ এলাচ ৩টো+ দারচিনি (ফোড়ণের জন্য)
  19. স্বাদমতোনুন
  20. ১/২ চা চামচ চিনি
  21. ১ চা চামচ ঘি
  22. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন ভালো ভাবে ধুয়ে কিমা করে নেব।

  2. 2

    এবার কিমার সাথে পেয়াজ কুচি,আদা রসুনবাটা, কাচালংকা, নুন,গোলমরিচ গুড়ো,বিস্কুটের গুড়ো,সাদা তেল সব দিয়ে ভালোভাবে মেখে নেব।তেল গরম করে ভেজে নেব।

  3. 3

    এবার তেল গরম করে তেজপাতা দারচিনি এলাচ ফোরন দিয়ে সুন্দর গন্ধ বেরলে পেয়াজবাটা দেব। আদারসুন বাটা দিয়ে ভাজব। কাচা গন্ধ চলে গেলে টমেটো কুচি দিয়ে ভাজব। ২ মিনিট পর সব গুড়ো মশলা,নুন,চিনি দিয়ে কষাব তেল ছাড়া অবধি।

  4. 4

    কষানো হয়ে গেলে গরম জল দিয়ে ভাজা কোপ্তা গুলো দিয়ে ৬-৭ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। হয়ে গেলে ঘি, গরমমশলা দিয়ে ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandini Mukherjee Ghosh

Similar Recipes