মিক্স ভেজিটেবল কোপ্তা (Mix Vegetable Kofta recipe in Bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

#GA4
#Week20
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি কোপ্তা নিয়েছি।

মিক্স ভেজিটেবল কোপ্তা (Mix Vegetable Kofta recipe in Bengali)

#GA4
#Week20
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি কোপ্তা নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
8,10 নের মতো
  1. 1 টাবীট
  2. 2 টোগাজর
  3. 1 টাফুলকপি
  4. 1/2 কাপকড়াইশুটি
  5. 1/3 কাপনারকেল কুচি
  6. 1.5 গ্রামবাসন
  7. 2 কাপব্রেডকাম্ব
  8. 1 চা চামচজিরে গুরো
  9. 1 চা চামচধনেগুরো
  10. 1 চা চামচহলুদ গুরো
  11. 6 টাকাঁচালঙ্কা বাটা
  12. 2 চা চামচআঁদা বাটা
  13. 1 চা চামচগরম মশলা গুরো
  14. স্বাদ মতনুন আর চিনি
  15. প্রয়োজন মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি।কড়াইশুটি ছারিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি।গাজর বিট,ফুলকপি গ্রেট করে নিয়েছি

  2. 2

    কড়াইয়ে 3,4 চামচ তেল গরম করে,উপকরণের গরম মশলা ছারা, সমস্ত গুরো মশলা,বাটা মশলা কষে নিতে হবে।কষা মশলায় গ্রেট করা বীট,গাজর,ফুলকপি,কড়াই শুটি দিয় বেশ কিছুসময় কষতে হবে।

  3. 3

    তারপর গ্রেট করা আলু সেদ্ধ,নুন,মিষ্টি,গরম মশলা গুড়ো দিয়ে আরো কিছুখন কষে নামিয়ে একটা থালায় ঢেলে দিতে হবে।

  4. 4

    এবার একটা বোলে ব‍াসন নুন দিয়ে ফেটিয়ে ব‍্যাটার করে নিতে হবে।একটা ছোট প্লেটে শুকনো বাসন নিতে হবে।আর একটা প্লেটে ব্রেডকাম্ব নিতে হবে।তৈরি পুর কিছুটা করে হাতে নিয়ে ছোট ছোট গোল আকারে কোপ্তা গড়ে নিতে হবে।

  5. 5

    এবার কোপ্তা গুলো প্রথমে শুকনো বাসনে কোট করে, ব‍াটারে ডুবিয়ে ব্রেডকাম্বে গড়িয়ে নিতে হবে।

  6. 6

    এবার বেশি করে প‍্যানে তেল গরম করে ডুবো তেলে কোপ্তা লাল করে ভেজে তুলতে হবে।তৈরি হলো কোপ্তা।

  7. 7

    এবার একটা পরিবেশন পাত্রে সুন্দর করে সাজিয়ে,পছন্দ মতো স‍্যসের সঙ্গে পরিবেশন করুন ভেজিটেবল কোপ্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

Similar Recipes