বেগুন বাহার (Begun Bahar recipe in Bengali)

Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia

#wd নারী দিবস উপলক্ষে এই রান্নাটি আমার জীবনের প্রথম নারী আমার মায়ের(স্বপ্না জানা) জন্য বানালাম।।।।

বেগুন বাহার (Begun Bahar recipe in Bengali)

#wd নারী দিবস উপলক্ষে এই রান্নাটি আমার জীবনের প্রথম নারী আমার মায়ের(স্বপ্না জানা) জন্য বানালাম।।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ২ টি বেগুন ডুমো করে কাটা
  2. ২ টেবিল চামচ আদা বাটা
  3. ১/২ কাপ টমেটো পিউরি
  4. ৩ টেবিল চামচ চারমগজ বাটা
  5. ২ টেবিল চামচ কাজুবাদাম বাটা
  6. স্বাদমতোনুন আর চিনি
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/৪ চা চামচ লঙ্কার গুঁড়ো
  9. ১/২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  10. ১ কাপ সর্ষের তেল
  11. ৪ টেবিল চামচ টক দই
  12. পরিমান মতোফোড়নের জন্য ১ চা চামচ গোটা জিরে ১ টি শুকনো লঙ্কা ১ টি তেজপাতা
  13. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. ১/২ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    বেগুনের টুকরো গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।।।। নুন ও হলুদ বেগুনে মাখিয়ে নিতে হবে।।।।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে বেগুন গুলো ভালো করে ভেজে নিতে হবে।।। ভাজা হয়ে গেলে পাত্রে ঢেলে নিতে হবে।।।।

  3. 3

    ওই কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে টমেটো পিউরি দিয়ে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।।।।

  4. 4

    তেল ছেড়ে এলে আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দই কাজুবাদাম বাটা চারমগজ নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।।।।

  5. 5

    তেল ছেড়ে এলে বেগুন গুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিতে হবে।।।।

  6. 6

    ২ মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে গ্ৰেভি ঘন হয়ে এলে গরম মসলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যাডিং টাইমে রাখতে হবে।।।।

  7. 7

    কিছুক্ষণ পর গরম গরম পরিবেশন করুন বেগুন বাহার রুটি বা পরোটার সঙ্গে।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia
I Love Cooking....& I Love Eating....
আরও পড়ুন

Similar Recipes