বেগুন বাহার (begun bahar recipe in Bengali)

Sadiya yeasmin
Sadiya yeasmin @Sadiya_yeamin

#pb1
#week2
গতানুগতিক বেগুন রান্না এর থেকে একটু আলাদা এই রেসিপি টি। আমার বড় বোন এর কাছে শেখা 🥰

বেগুন বাহার (begun bahar recipe in Bengali)

#pb1
#week2
গতানুগতিক বেগুন রান্না এর থেকে একটু আলাদা এই রেসিপি টি। আমার বড় বোন এর কাছে শেখা 🥰

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
3 জন
  1. 6 টি ছোট বেগুন
  2. 1 টা পেঁয়াজ কুচি
  3. 1 টিপেঁয়াজ বাটা
  4. 1 টি টমেটো কুচি
  5. 1 +1 +1 +1 চা চামচ হলুদ-লঙ্কা-জিরে-ধনে গুঁড়া
  6. 1 চা চামচগরম মশলা
  7. স্বাদ অনুযায়ীলবণ
  8. 3 টেবিল চামচতেল
  9. 1 চিমটিকালো জিরে
  10. 2 টিকাঁচা মরিচ
  11. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    গোটা বেগুন মাজখানে কেটে 4ভাগ করে নিতে হবে। শেষের দিকে কিছুটা রেখে কাটতে হবে, পুরোটা নয়।

  2. 2

    এবার বেগুন গুলোকে নুন হলুদ মাখিয়ে গরম তেলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।

  3. 3

    ভাজা হলে তুলে নিয়ে ওই তেলে কালো জীরে ও কাচা মরিচ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তাতে পেঁয়াজ বাটা, হলুদ-লঙ্কা-জিরে-ধনে গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

  5. 5

    কষানো হলে টক দই দিয়ে আর কুচিনো টমেটো দিয়ে আরো 5 মিন নাড়তে হবে তেল বেরিয়ে না আসা পর্যন্ত।

  6. 6

    তেল বেরিয়ে আসলে ভাজা বেগুন গুলোকে দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে।এরপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে আরো 3-4 মিনিট মতো রান্না করতে হবে। গরম মসলা গুঁড়া দিয়ে দিতে হবে।

  7. 7

    ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই পরিবেশন এর জন্য তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sadiya yeasmin
Sadiya yeasmin @Sadiya_yeamin

মন্তব্যগুলি

Similar Recipes