হৃদয় হরন পিঠা(Heart Shaped Pithha In Bengali Recipe)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#১লাফেব্রুয়ারি
#পিঠেপুলি
এই পিঠে রেসিপি টি বাঙ্গঁলাদেশের একটি জনপ্রিয় পিঠে। উপর থেকে যতটা ক্রিসপি মনে হচ্ছে ভেতর টা ততটা রসালো। খুব নরম ও সুস্বাদু খেতে। এই চ্যালেন্জ এ আমি পিঠে পুলি রেসিপি বেছে নিলাম।

হৃদয় হরন পিঠা(Heart Shaped Pithha In Bengali Recipe)

#১লাফেব্রুয়ারি
#পিঠেপুলি
এই পিঠে রেসিপি টি বাঙ্গঁলাদেশের একটি জনপ্রিয় পিঠে। উপর থেকে যতটা ক্রিসপি মনে হচ্ছে ভেতর টা ততটা রসালো। খুব নরম ও সুস্বাদু খেতে। এই চ্যালেন্জ এ আমি পিঠে পুলি রেসিপি বেছে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ২ কাপডো এর জন্য ময়দা
  2. ১.৫ কাপ দুধ
  3. ১ টি ডিম
  4. ১৷২ চা চামচ লবণ
  5. ২ টেবিল চামচ নারকেল বাটা
  6. ১ টেবিল চামচ ঘি
  7. ২ কাপ সিরার জন্য চিনি
  8. ২ টুকরো দারচিনি
  9. ৩ টি এলাচ
  10. ১ টেবিল চামচ ঘি
  11. ২ কাপ জল
  12. প্রয়োজন মতোভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে একটা পাত্রে ময়দা নিতে হবে, ওর মধ্যে লবণ আর ঘি,নারকেল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে ফুটন্ত গরম করা দুধ আর ডিম টা ফাটিয়ে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, এবার ময়দাটা গরম গরম হাত দিয়ে মেখে নিতে হবে ।একটা নরম ডো বানিয়ে নিতে হবে। (আপনারা চাইলে ফুটন্ত দুধে সরাসরি ময়দা,লবণ, ডিম,নারকেল বাটা, ঘি মিশিয়ে ও ডো টা তৈরি করতে পারেন,দুই ভাবেই করা যায় শুধু মনে রাখতে হবে দুধ টা বেশ গরম থাকতে হবে, এতে স্বাদ এর কোন হেরফের হবে না।) আমি দুই পদ্ধতি তে করেছি। মাপ টা শুধু বুঝে করতে হবে।

  2. 2

    ডো টা কিছুখন চাপা দিয়ে রেখে দিতে হবে। ততখনে আলাদা একটা পাত্রে চিনি আর জল দিয়ে গ্যাসে বসিয়ে ওর মধ্যে দারচিনি আর এলাচ গুলো একটু ফাটিয়ে দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে লো আঁচে রেখে ১০ মিনিট এর মতো। এবার ওর মধ্যে ১টেবিল চামচ ঘি দিয়ে একটা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  3. 3

    এরপর ডো এর থেকে লেচি কেটে বল আকারে তৈরি করে নিতে হবে ১২-১৪ টার মতো ।একটা লোই নিয়ে একটু ময়দা লাগিয়ে রুটির মতো বেলে নিতে হবে পাতলা করে। এবার একটা সাইড থেকে শাড়ির প্লিট এর মতো ভাঁজ করতে হবে ।

  4. 4

    এই ভাবে ভাঁজ করা শেষ হলে দুই ধার একসাথে মিশিয়ে আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে, আর উপর দিকে অন্য আঙ্গুল দিয়ে চেপে হার্ট (হৃদয়) সেপে বানিয়ে নিতে হবে। এই ভাবে প্রতিটি পিঠে তৈরি করে নিতে হবে।

  5. 5

    গ্যাসে একটা প্যান বসিয়ে গরম হলে ওর মধ্যে সাদা তেল দিয়ে আসতে আসতে পিঠে গুলো ছাড়তে হবে আর সব দিক টা ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে লো মিডিয়াম আঁচে।

  6. 6

    এবার চাসনি টা একটু গরম করে নিতে হবে আর ভেজে রাখা পিঠে গুলো ওর মধ্যে দিয়ে গ্যাস বন্ধ করে ১৫ -২০ মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে।

  7. 7

    এবার একটা সারভিং প্লেটে সাজিয়ে দিলেই আর উপর থেকে কিছু চেরি দিয়ে সাজিয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আমার "হৃদয় হরন পিঠে" ।

  8. 8

    দেখুন কি সুন্দর সফট ও স্পন্জি রসালো পিঠে। খেতে খুব সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

মন্তব্যগুলি (34)

Similar Recipes