টমেটো পাবদা (tomato pabda recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

টমেটো পাবদা (tomato pabda recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 5 টাপাবদা মাছ
  2. 4 টেটমেটো
  3. 4 টেকাঁচা লঙ্কা
  4. 1/2 চা চামচকালো জিরে
  5. স্বাদমতো লবণ
  6. 1 চা চামচহলুদ গুঁড়ো
  7. পরিমাণ মতো সর্ষের তেল
  8. 1/2 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে নিয়ে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এদিকে একটা পাত্রে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে সেদ্দ করে নিতে হবে । নিয়ে একটু ঠাণ্ডা হলে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিতে হবে । জল টা মাপে দিতে হবে যেন ফেলা না যায় ।

  3. 3

    মাছ ভাজা কড়াইয়ে ই পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কালোজিরে ফোরণ দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট টা দিয়ে দিতে হবে । দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে ।তার পর ওর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে স্বাদ মতো নুন দিতে হবে ।

  4. 4

    দিয়ে খুব ভালো করে কষাতে হবে । জল শুকিয়ে এলে ওর মধ্যে পরিমাণ মতো ফুটন্ত গরম জল দিয়ে দিতে হবে । যেহেতু জল টা গরম তাই সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করবে ।

  5. 5

    তার পর ওর মধ্যে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে । পাঁচ ছয় মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে ।

  6. 6

    ব্যাস তাহলেই রেডি টমেটো পাবদা । এটা ভীষণ টেষ্টি,একবার অবশ্যই ট্রাই কোরো বন্ধু রা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes