ইটালিয়ান চিলা (Italian chilla recipe in Bengali)

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

#GA4
#Week22
চিলা স্বাস্থ্যকর, পেট ভরা অথচ মুখরোচক একটি পদ। এটি যেকোনো সময়, যেকোনো দিন বানানো যায় তার কারণ এটি সহজপাচ্য এবং এর উপকরণ সহজলভ্য। চিলা বিভিন্ন প্রকার জিনিস দিয়ে ইচ্ছামত বানানো যায় এবং গরম গরম চিলা সস বা চাটনি সহযোগে পরিবেশন করলে নিমেষে পাত সাফ হয়ে যায়।

ইটালিয়ান চিলা (Italian chilla recipe in Bengali)

#GA4
#Week22
চিলা স্বাস্থ্যকর, পেট ভরা অথচ মুখরোচক একটি পদ। এটি যেকোনো সময়, যেকোনো দিন বানানো যায় তার কারণ এটি সহজপাচ্য এবং এর উপকরণ সহজলভ্য। চিলা বিভিন্ন প্রকার জিনিস দিয়ে ইচ্ছামত বানানো যায় এবং গরম গরম চিলা সস বা চাটনি সহযোগে পরিবেশন করলে নিমেষে পাত সাফ হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. ১ টেবিল চামচ ময়দা
  2. ২ টেবিল চামচ আটা
  3. ২ টেবিল চামচ সুজি
  4. ৩ টেবিল চামচ বেসন
  5. ১ টেবিল চামচ ঈষৎ উষ্ণ অলিভ অয়েল
  6. ১/২ চা চামচ অরিগ্যানো
  7. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স
  8. ১/২ চা চামচ থাইম
  9. ১/২ চা চামচ রোজমেরি
  10. ১/২ চা চামচ প্যাপ্রিকা পাউডার
  11. ৩ টেবিল চামচ শ্রেডেড চিজ
  12. ১/২ চা চামচ চিনি
  13. ১ টি পেঁয়াজ কুচি
  14. ১ চা চামচ আদা বাটা
  15. ১ টেবিল চামচ পেঁয়াজ - রসুন - গোলমরিচ বাটা
  16. স্বাদমত নুন
  17. পরিমাণ মতোজল
  18. ভাজার জন্য লাগবে:-
  19. ২ টেবিল চামচ রিফাইন্ড অয়েল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    সমস্ত উপকরণ পরপর মেশাতে হবে।

  2. 2

    এবার আন্দাজমত জল দিয়ে গুলে ঘন ব্যাটার বানাতে হবে।

  3. 3

    কড়াইতে সামান্য তেল ব্রাশ করে অল্প পরিমাণে ব্যাটার ঢেলে দিতে হবে।

  4. 4

    দুপিঠ ভেজে তুলে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

Similar Recipes