করাই পনির(Kadhai Paneer recipe in bengali)

Shabnam Chattopadhyay
Shabnam Chattopadhyay @shabnamchattopadhyay

#GA4
#week23
এটা পনিরের একটি অতি পরিচিত ও সুস্বাদু রেসিপি।

করাই পনির(Kadhai Paneer recipe in bengali)

#GA4
#week23
এটা পনিরের একটি অতি পরিচিত ও সুস্বাদু রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 সারভিংস
  1. 300 গ্রামপনির
  2. স্বাদ মতনুন
  3. স্বাদ মতলঙ্কা গুঁড়ো
  4. 1 টিক্যাপ্সিকাম চৌকো করে কাটা
  5. 1 টিপেঁয়াজ চৌকো করে কাটা
  6. 1টেবিল চামচ গোটা জিরে
  7. 1টেবিল চামচ গোটা গোলমরিচ
  8. 1 টা পেঁয়াজ কুচি
  9. 1 টা গোটা রসুনের কোয়া ছাড়িয়ে নেয়া
  10. 1.5 ইঞ্চিআদা কুচি
  11. 2 টিটমেটো কুচি
  12. 1/2 কাপকাজুবাদাম
  13. 1 টি দারচিনি
  14. 2 টিএলাচ
  15. 1 টিলবঙ্গ
  16. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  17. 1টেবিল চামচ জিরে গুঁড়ো
  18. 1টেবিল চামচ কসুরি মেথি
  19. 4 টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি।এবার নুন লঙ্কাগুঁড়ো মাখিয়ে নিয়েছি।করাই এ 2 টেবিল চামচ তেল গরম করে পনির ভেজে নিয়েছি।

  2. 2

    ওই তেলেই চৌকো করে কাটা পেঁয়াজ ও ক্যাপ্সিকাম ভেজে নামিয়ে নিয়েছি।

  3. 3

    বাকি তেলে গোটা জিরে ও গোলমরিচ ফোরণ দিয়ে তার মধ্যে পেঁয়াজকুচি ও রসুনের কোয়া দিয়েছি।

  4. 4

    এর মধ্যে আদার টুকরো, টমেটো কুচি ও কাজুবাদাম দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিয়েছি।

  5. 5

    পনির,চৌকো করে কাটা পেঁয়াজ ও ক্যাপ্সিকাম ছাড়া ভেজে নামিয়ে নেওয়া সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি।

  6. 6

    করাই এ বাকি 2 চামচ তেল গরম করে তাতে এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোরণ দিয়ে লঙ্কাগুঁড়ো ও জিরেগুড়ো দিয়েছি।

  7. 7

    এর মধ্যে ধনে গুঁড়ো, মশলার পেস্ট আর জল দিয়ে ফুটতে দিয়েছি।

  8. 8

    দিয়ে দিয়েছি স্বাদমতো নুন,ভেজে রাখা পনির, পেঁয়াজ ও ক্যাপ্সিকাম।

  9. 9

    কসুরি মেথি দিয়ে কম আঁচে পাঁচ মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shabnam Chattopadhyay
Shabnam Chattopadhyay @shabnamchattopadhyay

Similar Recipes