কড়াই পনির(Kadhai paneer recipe in Bengali)

Rumki Kundu
Rumki Kundu @rumki_1982

#GA4
#week23
এবারের ধাঁধা থেকে আমি কড়াই পনির বেছে নিয়েছি।

কড়াই পনির(Kadhai paneer recipe in Bengali)

#GA4
#week23
এবারের ধাঁধা থেকে আমি কড়াই পনির বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-৩০ মিনিট
৫ জন
  1. ২০০ গ্রাম পনির
  2. ২ টো ক্যাপ্সিকাম কুচি
  3. ১ টা বড় পেঁয়াজ টুকরো করে কাটা
  4. ২ টো কাঁচা লঙ্কা কুচি
  5. ২ টো + ১ টা পেঁয়াজ, টমেটো কুচি
  6. ১ চা চামচ মাখন
  7. পরিমাণ মতো সাদা তেল
  8. স্বাদ মতনুন,চিনি
  9. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ আদা রসুন বাটা
  12. ৩ টে শুকনো লঙ্কা
  13. ১/২ চা চামচ গোটা ধনে
  14. ১/২ চা চামচ গোটা জিরে
  15. পরিমাণ মত মৌরি
  16. পরিমাণ মতোছোট এলাচ,বড় এলাচ,গোল মরিচ,দারচিনি,লবঙ্গ
  17. প্রয়োজন অনুযায়ী রোস্ট করা কসুরি মেথি
  18. পরিমাণ মতোধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

২০-৩০ মিনিট
  1. 1

    একটা কড়াতে সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ,টম্যাটো কুচি একটু ভেজে মিক্সিতে পেস্ট করতে হবে।

  2. 2

    ওই কড়াতে একটু তেল দিয়ে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা,কুচি পেঁয়াজ কুচি, ক্যাপ্সিকাম কুচি দিয়ে নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে নেড়ে জল দিতে হবে অল্প।

  3. 3

    তারপর মিক্সিতে পেস্ট করে রাখা মসলার মিক্স দিয়ে, আর ছবির মশলা কে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে ২ চামচ দিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে কম আঁচে যতক্ষন না তেল ছাড়ে মসলা থেকে।

  4. 4

    এদিকে অন্য প্যানে মাখন গরম করে কেটে রাখা পনীর দিয়ে হালকা ভেজে তাতে রোস্ট করে রাখা শুকনো মসলা অল্প ছড়িয়ে গ্রেভিতে ঢেলে দিতে হবে।স্বাদ মত নুন,চিনি দিতে হবে।

  5. 5

    রোস্ট করা কাসৌরি মেথি গুঁড়ো করে,ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি কড়াই পনীর। রুটি,পরোটা, নান সবের সাথেই দুর্দান্ত লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumki Kundu
Rumki Kundu @rumki_1982

Similar Recipes