কড়াই পনির(kadhai paneer recipe in Bengali)

Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

ক্যাপ্সিকাম পেয়াজ সহযোগে পনিরের খুব সহজ এবং সুস্বাদু রান্না, এটা রুটি, পরোটা, নানের সাথেও খাওয়া যায়।

কড়াই পনির(kadhai paneer recipe in Bengali)

ক্যাপ্সিকাম পেয়াজ সহযোগে পনিরের খুব সহজ এবং সুস্বাদু রান্না, এটা রুটি, পরোটা, নানের সাথেও খাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 200 গ্রামপনির
  2. 2টি বড় পেঁয়াজ
  3. 1ইঞ্চি আদা
  4. 6-8কোয়া রসুন
  5. 1 চা চামচকাশ্মীরি লাল লংকা গুঁড়ো
  6. পরিমাণ মতনুন আর চিনি
  7. 1/2 চা চামচহলুদ
  8. 2 চা চামচ ভাজা মশলা / কড়াই মশলা
  9. 1/2 ক্যাপ্সিকাম
  10. 2টাটমেটো
  11. 4 টি কাঁচা লঙ্কা
  12. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  13. 1/4 চা চামচকসুরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    কড়াই মশলার জন্য শুকনো কড়াই এ গোটা জিরে, ধনে,মৌরি,গোলমরিচ,শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে মিক্সি তে গুঁড়ো করে রাখতে হবে।

  2. 2

    কড়াই এ তেল গরম করে গোটা ধনে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পিয়াজ কুচি দিয়ে হালকা ভেজে তাতে আদা রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে টমেটো কুচি দিয়ে ঢেকে রাখতে হবে টমেটো গোলে জওয়া অবধি। তারপর তাতে পরিমাণ মতো নুন,হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, চেরা কাছ লঙ্কা মিশিয়ে নাড়াতে হবে আর ভাজা মসলা টা দিয়ে ভালো করে কষিয়ে তাতে বড়ো বড়ো কেটে রাখা পেয়াজ, ক্যাপ্সিকাম, টমেটো দিয়ে নাড়িয়ে একটু চিনি দিয়ে পনিরের টুকরো গুলো দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিতে হবে 3-4 মিনিটের জন্য।

  3. 3

    ঢাকা খুলে তাতে গরম মশলা গুঁড়া, কাসুরী মেথি ছড়িয়ে নামাতে হবে।আর গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

Similar Recipes