মোচা পোস্ত(mocha posto recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

#KD
আজ লাঞ্চে মোচা দিয়ে একটু অন্য কিছু বানালাম। তাই শেয়ার করলাম আপনাদের সাথে ।

মোচা পোস্ত(mocha posto recipe in Bengali)

#KD
আজ লাঞ্চে মোচা দিয়ে একটু অন্য কিছু বানালাম। তাই শেয়ার করলাম আপনাদের সাথে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
4জন
  1. 2 কাপমোচা কুচি
  2. 1টি বড়আলু
  3. স্বাদ মতনুন চিনি
  4. 1টেবিল চামচহলুদ গুঁড়ো
  5. 1টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  6. 1 টাশুকনো লঙ্কা
  7. 1টি তেজপাতা (ঐচ্ছিক )
  8. 1/2 চা চামচপাঁচফোড়ন
  9. 2টেবিল চামচপোস্ত বাটা
  10. 1/2 চা চামচজিরা গুঁড়ো
  11. পরিমাণ মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    প্রথমে আলু ছোটো ছোটো করে কেটে নিন। কড়াইয়ে নুন হলুদ দিয়ে মোচা ও আলু ভাল করে সিদ্ধ করে নিন।

  2. 2

    এরপর কড়াইয়ে তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিন।

  3. 3

    এবার সমস্ত গুড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। তারপর মোচা ও আলু দিয়ে নেড়ে নিন।

  4. 4

    এরপর পোস্ত বাটা দিয়ে কিছু ক্ষণ নেড়ে নিন। অল্প জল দিন ও মাখা মাখা হলে এলে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes