রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3-4 জন
  1. 1 কাপআটা
  2. স্বাদ মত লবণ
  3. পরিমাণ মত জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    2 চা চামচ মত আটা সরিয়ে নিয়ে বাকি আটায় সামান্য লবণ দিয়ে এবং পরিমাণমতো জল দিয়ে ভালো করে একটি নরম ডো মেখে নিতে হবে

  2. 2

    এরপর সেই মাখাটা থেকে পছন্দমতো সাইজের লেচি কেটে নিতে হবে

  3. 3

    এইবার একটি বেল না চাকতি সাহায্যে কিছুটা শুকনো আটা ছড়িয়ে একটি লেচি নিয়ে সেটা রুটির আকারে গোল করে বেলে নিতে হবে। এইভাবে সবকটা লেচি বেলে নিতে হবে

  4. 4

    একটি তাওয়া গরম করে তার মধ্যে একটি বেলা রুটি দিয়ে একপিঠ শেকে নিয়ে উল্টে আরেকটি রুটি দিয়ে আবার সেই রুটির একপিঠ শেকে নিয়ে উল্টে আরেকটি রুটি দিয়ে এইভাবে তাওয়ার মধ্যে নাড়াচাড়া করে সবকটি রুটিন একটু করে ছেঁকে নিতে হবে। আমি একবারে তিনটে করে রুটি শেকেছি।

  5. 5

    এইবার তাওয়া নামিয়ে নিয়ে একটি রুটি ছাকনার মধ্যে একটি একটি করে রুটি দিয়ে আঁচের ওপর রেখে রুটিটা ভালো করে ফোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দুই পিঠ আঁচে ভাল করে শেকে নিলেই পরিবেশনের জন্য তৈরি গরম গরম আটার রুটি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

Similar Recipes