নন্ ফ্রাইড দই বড়া(Non fried doi bora recipe in Bengali)

Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal

#দোলের
স্বাদের সঙ্গে কম্প্রোমাইজ না করে হেলদি রেসিপি খুব কম পাওয়া যায়। কিন্তু এই রেসিপি টি এমন একটি রেসিপি যার নন ফ্রাএড ভার্সান টি ফ্রাএড ভার্সান এর চাইতেও টেস্টি। ফ্রাই করলে বড়া গুলো যতটা সফ্ট হয়, স্টিম করলে তার থেকেও বেশি স্পন্জি হয়। তাই খেতেও অনেক বেশি সুস্বাদু হয়, বড়া গুলো মুখে মিলিয়ে যায়।

নন্ ফ্রাইড দই বড়া(Non fried doi bora recipe in Bengali)

#দোলের
স্বাদের সঙ্গে কম্প্রোমাইজ না করে হেলদি রেসিপি খুব কম পাওয়া যায়। কিন্তু এই রেসিপি টি এমন একটি রেসিপি যার নন ফ্রাএড ভার্সান টি ফ্রাএড ভার্সান এর চাইতেও টেস্টি। ফ্রাই করলে বড়া গুলো যতটা সফ্ট হয়, স্টিম করলে তার থেকেও বেশি স্পন্জি হয়। তাই খেতেও অনেক বেশি সুস্বাদু হয়, বড়া গুলো মুখে মিলিয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রামবিউলির ডাল
  2. 500 গ্রামটক দই
  3. স্বাদমতোলবণ ও চিনি
  4. 1 প্যাকেটইনো(Eno) সল্ট
  5. 4টেবিল চামচ তেঁতুলের মিস্টি চাটনি
  6. 4টেবিল চামচ পুদিনার চাটনি
  7. 1টেবিল চামচ গোটা জিরা আর জোয়ান ভেজে গুঁড়ো করা
  8. 1/2 চা চামচবিট লবণ
  9. 4টেবিল চামচ সেউ ভাজা
  10. স্টাফিং এর জন্য
  11. 10 টাআমন্ড
  12. 10 টাকাজু
  13. 2 টোকাঁচা লঙ্কা
  14. 1 চা চামচ আদা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ডাল ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টা

  2. 2

    ডাল বেটে নিতে হবে। বাটা টা যেন শক্ত শক্ত হয়। খুব পাতলা হলে হবে না।

  3. 3

    স্টাফিং এর জন্য সব উপকরণ কুচি কুচি করে কেটে মিশিয়ে নেব।

  4. 4

    ডাল বাটার সঙ্গে স্বাদমতো লবণ মিশিয়ে নেব। এবার ইনো সল্ট মিশিয়ে নেব ভালো করে।

  5. 5

    হাত জলে ভিজিয়ে নিয়ে একটু ডাল বাটা হাতে রেখে ছড়িয়ে নেব। এবার একটু স্টাফিং ভরে মুড়ে দেব।

  6. 6

    আগে থেকে গ্রিজ করা ইডলি স্ট্যান্ডে এই গুলো এক এক করে রেখে দেব।

  7. 7

    প্রেসার কুকারের জল ফুটলে ইডলি স্ট্যান্ড টা বসিয়ে দেব। সিটি টা খুলে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে বড়া।

  8. 8

    ইষদ গরম জলে স্বাদমতো লবণ, চিনি, সামান্য তেঁতুলের চাটনি, আর ভাজা জিরা গুঁড়ো দিয়ে গুলে নেব। এবার এতে বড়া গুলো ডুবিয়ে রেখে দেব 30 মিনিট।

  9. 9

    এবার হাতের সাহায্যে সাবধানে চেপে জল বের করে নেব। এবার বাটিতে সাজিয়ে লবণ আর চিনি দিয়ে ফেটানো টক দই দিয়ে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 2 ঘন্টা।

  10. 10

    তারপর তেঁতুলের চাটনি, পুদিনার চাটনি, ভাজা জিরা আর জোয়ান গুঁড়ো,বিট লবণ আর সেউ ভাজা ছড়িয়ে পরিবেশন করুন বিনা তেলের দই বড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal
cooking is my passion...
আরও পড়ুন

Similar Recipes