রাজস্থানি রাবড়ি মালপোয়া(Rajasthani rabdi malpua recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#GA4
#Week25
#রাজস্থানী
আমি রাজস্থানী বেছে নিয়ে আজ বানাবো রাবড়ি মালপোয়া ।এটি রাজস্থানের বিখ্যাত খাবার গুলির মধ্যে একটি । খেতেও দারুন লাগে ।

রাজস্থানি রাবড়ি মালপোয়া(Rajasthani rabdi malpua recipe in bengali)

#GA4
#Week25
#রাজস্থানী
আমি রাজস্থানী বেছে নিয়ে আজ বানাবো রাবড়ি মালপোয়া ।এটি রাজস্থানের বিখ্যাত খাবার গুলির মধ্যে একটি । খেতেও দারুন লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
3 জন
  1. মালপোয়া ব্যাটার তৈরির উপকরণ
  2. 750মিলি দুধ ফুটিয়ে ঘন করা
  3. 1 প্যাকেটগুঁড়ো দুধ 10 টাকার
  4. 1 কাপময়দা
  5. 2 চা চামচচিনি
  6. 1/4 চা চামচপানমৌরি
  7. 1টেবিল চামচ চিনি
  8. 1 চিমটিনুন
  9. 1 চিমটিবাসন্তী ফুডকালার (অপশনাল)
  10. সিরা তৈরির উপকরণ
  11. 1/2 কাপচিনি
  12. 1/2 কাপজল
  13. 4 টিএলাচ থেঁতো
  14. পরিমাণ মতোমালপোয়া ভাজার জন্য সাদা তেল
  15. প্রয়োজন মতো খোয়া, পেস্তা কুচি, কাজু কুচি সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    প্রথমে দুধ ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে । দুধ পুরু হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে, এরসাথে পরিমাণ মতো গুঁড়ো দুধ, পানমৌরি,বেকিং পাউডার ও চিনি মিশিয়ে এরসাথে অল্প অল্প করে ময়দা মেশাতে মেশাতে নাড়তে হবে । ব্যাটার যেন বেশীপাতলা বা বেশী পুরু না হয় । এই সময়ে ব্যাটারের সাথে একচিমটি ফুডকালার মেশাতে হবে । এটি আধঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ।

  2. 2

    এবার একটি কড়াইতে পরিমাণ মতো চিনি ও জল দিয়ে ফুটিয়ে এরসাথে 4 টে এলাচ দিয়ে নেড়েচেড়ে চিনির সিরা তৈরী করে নিতে হবে । সিরা বেশী ঘন বা বেশী পাতলা হবে না । এবার একটি কড়াইতে তেল গরম করে খুব কম আঁচে, হাতার সাহায্যে ব্যাটার নিয়ে তেলে দিয়ে মালপোয়া দুপাশে ভেজে তুলে নিতে হবে ।

  3. 3

    এবার সব মালপোয়া গুলো চিনির সিরাতে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে ও রস থেকে তুলে নিতে হবে ।

  4. 4

    এবার চিনির সিরা থেকে মালপোয়া গুলো তুলে ইচ্ছেমতো উপরে খোয়াক্ষীর গ্রেট করা দিয়ে, পেস্তা কুচি ও কাজু কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes