কসৌরি মেথি চিকেন (kasuri methi chicken recipe in Bengali)

Jesmin Khatun
Jesmin Khatun @cook_27767383

#wd
নারী দিবসে আমি আমার মায়ের জন্য বানালাম এই মেথি চিকেন। মায়ের কাছেই শেখা, তাই নিজের হাতে বানিয়ে মা'কে ভালোবাসা জানালাম এই বিশেষ দিনে।

কসৌরি মেথি চিকেন (kasuri methi chicken recipe in Bengali)

#wd
নারী দিবসে আমি আমার মায়ের জন্য বানালাম এই মেথি চিকেন। মায়ের কাছেই শেখা, তাই নিজের হাতে বানিয়ে মা'কে ভালোবাসা জানালাম এই বিশেষ দিনে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
3 জন
  1. 500 গ্রামচিকেন
  2. 1/2চা চামচ হলুদ
  3. 1/2চা চামচ গোলমরিচ গুঁড়ো
  4. 2 টোকাঁচা লংকা কুচি
  5. 2চা চামচ আদা-রসুন বাটা
  6. 2চা চামচ কাসৌরিমেথি
  7. 5টেবিল চামচ দই
  8. 3 টেলবঙ্গ
  9. 2 টুকরোদালচিনি
  10. 3 টেএলাচ
  11. 2 টোমাঝারি মাপের পিঁয়াজ
  12. 1 টাটমেটো
  13. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  14. 1চা চামচ ধনে গুঁড়ো
  15. 1/2চা চামচ গরম মশলা গুঁড়ো
  16. 10 টাকাজুবাটা
  17. 3 টেবিলচামচসাদাতেল
  18. স্বাদমতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে হলুদ, গোলমরিচ, আদা-রসুন বাটা, কাঁচা লংকা,1 চা-চামচ কাসৌরিমেথি(কাঁচা) ও ফেটানো টকদই দিয়ে ভালোকরে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে ।

  2. 2

    কড়াইতে সাদাতেল দিয়ে গরম হলে লবংগ,দালচিনি ও এলাচ দিয়ে একটু নড়াচাড়া করে মিহি কুচি করা পিঁয়াজ দিয়ে মিডিয়াম আঁচে হালকা বাদামী করে ভেজে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিতেহবে ।টমেটো নরম হয়ে তেল ছাড়লে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিতে হবে। 5 মিনিট অল্প আঁচে কষিয়ে লংকা গুঁড়ো, ধনেগুঁড়ো, গরমমশলা, কাজুবাটা ও লবণ দিয়ে কম আঁচে রান্না করতে হবে তেল ছাড়া অবধি। এবার পরিমানমতো জল দিয়ে প্রায় 15 মিনিট ঢাকাদিয়ে অল্প আঁচে রান্না করতে হবে ।রান্না শেষে হালকা ভেজে গুঁড়ো করা কাসৌরিমেথি ছড়িয়ে নামিয়ে নিতেহবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jesmin Khatun
Jesmin Khatun @cook_27767383

Similar Recipes